ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১২ অক্টোবর ২০২৫ ২৭ আশ্বিন ১৪৩২
রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাইবার ইউজার দলের আলোচনা সভা
মো. রাসেল মিয়া, মুরাদনগর
প্রকাশ: Saturday, 11 October, 2025, 5:50 PM

রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাইবার ইউজার দলের আলোচনা সভা

রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাইবার ইউজার দলের আলোচনা সভা

ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ঘোষিত ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে আলোচনা সভা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন হাটাস এলাকায় বিএনপি কার্যালয়ে সাইবার ইউজার দলের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সাইবার ইউজার দলের পূর্ব ধইর পশ্চিম ইউনিয়ন সাইবার ইউজার দলের নবগঠিত কমিটির সকল সদস্যদের জন্য দোয়া করা হয়।

পূর্ব ধইর পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী ময়নল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ও পূর্ব ধইর পশ্চিম ইউনিয়ন সাইবার ইউজার দলের প্রধান উপদেষ্টা জয়নাল মোল্লা।

মুরাদনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাগর ইসলামের সঞ্চালনা এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা সাইবার ইউজার দলের সদস্য সচিব মোঃ ফারুক ভূইয়া, শ্রীকাইল ইউনিয়ন বিএনপি নেতা আল আমিন, পূর্বধইর পশ্চিম ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার, পূর্ব ধইর পশ্চিম ইউনিয়ন সাইবার ইউজার দলের উপদেষ্টা ইউসুফ মিয়া, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল হোসেন, ইউনিয়ন সাইবার ইউজার দলের সহ-সভাপতি বাবলা ভূইয়া।

মুরাদনগর উপজেলা সাইবার ইউজার দলের যুগ্ম আহ্বায়ক আবু হাসান ও ইউসুফ মিয়া ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপজেলা আহ্বায়ক ইসমাইল হোসেনের নেতৃত্বে সাইবার ইউজার দল আগামী নির্বাচনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে বিপুল ভোটে নির্বাচিত করতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status