চট্টগ্রামের বহদ্দারহাট এলাকা থেকে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার ৩
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() চট্টগ্রামের বহদ্দারহাট এলাকা থেকে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ গ্রেপ্তারকৃতরা হলেন- সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যা ও আইয়ুব আলীর সহযোগী মো. বেলাল (২৮), হৃদয় বড়ুয়া (৩০) এবং মো. আজাদ (২৩)। তবে মূল হোতা শহিদুল ইসলাম বুইশ্যা ও আইয়ুব আলীসহ মোট ২৪ জন সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, ড্রোন, ওয়াকিটকি ও টাকা গণনার মেশিনসহ নানা সরঞ্জামও উদ্ধার করা হয়। পুলিশ জানায়, চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচাবাজারের পেছনের মাছবাজার এলাকার একটি ভবনের তৃতীয় তলায়, পাঁচলাইশ থানার শুলকবাহর হাজী আইয়ুব আলী সওদাগর রোডের সমিল গলি ইউনুস কোম্পানির ভবনের দ্বিতীয় তলায়, একই এলাকার জান মোহাম্মদ চাকলাদার জামে মসজিদের সামনে পুকুরপাড়ে এবং বাকলিয়া থানার সহায়তায় কালামিয়া বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বিদেশি পিস্তল পাঁচটি, বিদেশি বন্দুক তিনটি, দেশীয় পাইপগান দুটি, শর্ট শুটার গান একটি এবং দেশীয় লম্বা বন্দুক দুটি। এছাড়া উদ্ধার করা হয় ৫৮টি তাজা কার্তুজ, ৯৫টি বুলেট, ১৩টি পিস্তলের ম্যাগাজিন, নগদ চার লাখ ২০ হাজার টাকা, তিন হাজার ৫০০ ইয়াবা, এক হাজার ১০০ পুরিয়া গাঁজা (ওজন সাড়ে পাঁচ কেজি), টাকা গণনার মেশিন, ওয়াকিটকি, ড্রোন, সিসি ক্যামেরা, ডিভিআর, ড্রিল মেশিন, বৈদ্যুতিক কাটার, মনিটর ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বলেন, পলাতকদের আসামিদের গ্রেফতারের পাশাপাশি সমাজ শান্তিপূণ রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |