রাঙ্গাবালীতে মা ইলিশ রক্ষায় অভিযান : ২০ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস
মো. বাচ্চু, রাঙ্গাবালী
|
![]() রাঙ্গাবালীতে মা ইলিশ রক্ষায় অভিযান : ২০ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস বুধবার (৯ অক্টোবর ২০২৫) ভোর ৪টা থেকে বিকেল পর্যন্ত তেতুলিয়া নদীর রাঙ্গাবালী অংশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ। অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও বেহুন্দি জালসহ বিভিন্ন ধরনের অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো পরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে রাঙ্গাবালী থানা পুলিশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ইলিশ সংরক্ষণে উপজেলা প্রশাসনের এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |