নলডাঙ্গায় জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ পালিত
মোঃ রাসেল, নাটোর
|
![]() নলডাঙ্গায় জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ পালিত বুধবার (৮ অক্টোবর ২০২৫) বিকেল ৩ ঘটিকায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার জনাব, প্রিয়াংকা দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব, সুমি আখতার। উক্ত আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা জনাব, মোঃ কিষোয়ার হোসেনের সঞ্চালনায় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব, সুমন সরকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জনাব, রেহেনা পারভিন, যুব উন্নয়ন কর্মকর্তা জনাব, নজরুল ইসলাম এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা ফরমাজুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা কন্যা শিশুদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সমঅধিকারের গুরুত্বের ওপর আলোকপাত করেন। তারা বলেন, কন্যা শিশুরা দেশের অমূল্য সম্পদ, তাদের এগিয়ে নিতে হলে পরিবার ও সমাজের ইতিবাচক মনোভাবই সবচেয়ে বড় শক্তি। নলডাঙ্গা উপজেলা প্রশাসনের এই আয়োজনে অংশ নিয়ে বক্তারা সবাই কন্যা শিশুদের স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |