চবির নারী শিক্ষার্থীকে উত্যক্তের জেরে মারধরের ঘটনায় আহত ১
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() চবির নারী শিক্ষার্থীকে উত্যক্তের জেরে মারধরের ঘটনায় আহত ১ মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ মারধরের ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি। মারধরের শিকার ঐ শিক্ষার্থীর নাম রাব্বিউল হাসান শান্ত। তিনি বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মারধরে তিনি চরমভাবে আঘাতপ্রাপ্ত হন এবং তার রক্তক্ষরণ হয়। চবি মেডিকেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে শহরে এক্স-রে করানোর জন্য পাঠানো হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী কর্তৃক একই বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থী উত্যক্তের শিকার হচ্ছেন। এরই ধারাবাহিকতায় গত রাতে মাস্টার্সের শিক্ষার্থী ও তার সহযোগী শান্ত সাথে ওই নারী শিক্ষার্থীর বন্ধুদের মধ্যে প্রথমে বাকবিতন্ডা এবং পরবর্তীতে মারধরের ঘটনা ঘটে। এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো: নুরুল হামিদ বলেন, সমাজ বিজ্ঞান অনুষদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এক মেয়ে শিক্ষার্থীকে বাংলা বিভাগের মাস্টার্সের একটি ছেলে দীর্ঘদিন যাবৎ উত্যক্ত করছিল। ধারাবাহিক উত্যক্তের ফলে ভুক্তভোগী ঐ মেয়ে শিক্ষার্থী তাঁর বাসা পরিবর্তন করে ফেলে। বাসা পরিবর্তনের পরে আজ বাংলা বিভাগের ঐ ছেলে মেয়ের পরিবর্তিত বাসার ঠিকানায় চলে যায়। পরে মেয়েটা তার আশেপাশের বন্ধুদের ডাকে। তারপর মেয়ে এবং ওই ছেলের বন্ধুবান্ধবের মাঝে একপর্যায়ে ঝামেলার সৃষ্টি হয়। সেই ঝামেলাতেই আহত হন এক শিক্ষার্থী। যে মার খেয়েছে সে ঐ ছেলের সহযোগী হিসেবে এসেছিল। তিনি বলেন, ঘটনা ঘটে আনুমানিক রাত পৌনে দশটার দিকে। মারধরের শিকার ঐ শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসার পর এক্স-রে করানোর জন্য শহরে পাঠানো হয়। আজ প্রক্টর অফিসে বসে এটি নিয়ে আলোচনা করে আমরা এটা সমাধান করে ফেলব। মারধরের শিকার শান্ত'র সাথে কথা বলতে চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যাইনি। পরে তার বন্ধু অনিকের সাথে মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, শান্তকে ডাক্তার কথা বলতে মানা করেছে এবং ঘটনার বিষয়ে তিনি কিছু জানেন না। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |