মা হওয়ার পর কোন কঠিন সময়ের মধ্যে দিয়ে যান দিশা?
নতুন সময় ডেস্ক
|
![]() মা হওয়ার পর কোন কঠিন সময়ের মধ্যে দিয়ে যান দিশা? ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সন্তানের জন্মের পর থেকেই এক বিশেষ সমস্যার সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে। তার মেয়ে কিছুতেই বুকের দুধ খেতে চাইত না। স্তনে মুখ ঠেকালেই বাচ্চা শুরু করত কান্নাকাটি। সন্তানের এমন অবস্থা দেখে দিশাও নিজেকে ধরে রাখতে পারেননি, কেঁদে ফেলতেন অসহায়ভাবে। এক সাক্ষাৎকারে দিশা পারমার জানান, জন্মের পর মেয়ের এই সমস্যা তাকে ভীষণভাবে চিন্তিত করে তুলেছিল। শেষ পর্যন্ত তিনি নার্সদের বাইরের কেনা দুধ খাওয়াতে বাধ্য হন। কিন্তু বাড়ি ফিরেও একই পরিস্থিতি চলতে থাকে মেয়ের কান্নাকাটি থামছিল না। কষ্টের সেই দিনগুলোর কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘মেয়ের চোখে পানি দেখে আমিও কেঁদে ফেলতাম, নিজেকে নিয়ে সংশয় হত। আমার মনে হচ্ছিল নিশ্চয়ই আমার বুকের দুধ তৈরিতে কোনও সমস্যা হচ্ছে।’ পরে তিনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সব শঙ্কা কেটে যায়। দিশার এই অভিজ্ঞতা প্রমাণ করে যে মাতৃত্ব শুধু আনন্দ বা সুখের নয়, এর সঙ্গে মিশে থাকে উৎকণ্ঠা, উদ্বেগ ও আতঙ্কও। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |