ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৮ অক্টোবর ২০২৫ ২৩ আশ্বিন ১৪৩২
জাহ্নবীর প্রেমের গুঞ্জন কি সত্যি হচ্ছে?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 October, 2025, 11:12 AM

জাহ্নবীর প্রেমের গুঞ্জন কি সত্যি হচ্ছে?

জাহ্নবীর প্রেমের গুঞ্জন কি সত্যি হচ্ছে?

বলিউড তারকা জাহ্নবী কাপুর ও শিখর পাহাড়িয়ার সম্পর্ক নিয়ে গুঞ্জন বহু দিনের। প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার না করলেও বিভিন্ন সামাজিক মাধ্যমে তাদের ঘনিষ্ঠতা এবং একসঙ্গে উপস্থিতি বরাবরই আলোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি সেই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে জাহ্নবীর সৎবোন আনশুলা কাপুরের বাগদান অনুষ্ঠান। মুম্বাইয়ের অভিজাত এলাকায় কাপুর পরিবারের বাড়িতে আয়োজন করা হয় আনশুলা কাপুর ও রোহন ঠাক্কারের ঐতিহ্যবাহী ‘গোড় ধনা’ অনুষ্ঠানের। পরিবারের ঘনিষ্ঠজন ও আত্মীয়দের উপস্থিতিতে জমকালো এই আয়োজনে সবচেয়ে বেশি নজর কাড়েন জাহ্নবী কাপুর ও তার প্রেমিক শিখর পাহাড়িয়া।

আনশুলা কাপুরের গোড় ধনা অনুষ্ঠানে পরিবারের সবার সঙ্গে জাহ্নবী ও শিখর (বামে)

অনুষ্ঠানে জাহ্নবীকে দেখা যায় অফ-হোয়াইট রঙের লেহেঙ্গায়, যেটি সূক্ষ্ম রূপালি কারুকাজে সজ্জিত ছিল। সঙ্গে মানানসই হীরার নেকলেস ও ড্রেপড ওড়নায় তার সাজে ছিল শৈল্পিক সৌন্দর্যের ছোঁয়া। অন্যদিকে শিখর সাদা কোর্তা-পায়জামায় হাজির হন, যা ছিল মার্জিত ও প্রথাগত।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা যায়, শিখর জাহ্নবীর পেছনে দাঁড়িয়ে আছেন এবং তার কাঁধে হাত রেখেছেন। জাহ্নবীও তার আঙুল ধরে আছেন স্নেহভরে। এই মুহূর্তগুলো ঘিরেই নেটিজেনদের মধ্যে শুরু হয় জল্পনা-কল্পনা, যা তাদের সম্পর্কের প্রতি আরও একবার ইঙ্গিত দেয়।

অনুষ্ঠানে কাপুর পরিবারের প্রায় সবাই উপস্থিত ছিলেন। দেখা গেছে অর্জুন কাপুর, সোনম কাপুর, খুশি কাপুর, শানায়া কাপুর, মাহীপ কাপুর এবং বলিউড প্রযোজক বনি কাপুরকে। পরিবারের সবার মাঝে জাহ্নবী ও শিখরের এমন ঘনিষ্ঠ উপস্থিতি যেন আরও একবার তাদের সম্পর্ককে দৃঢ়ভাবে প্রকাশ করে।

তবে এটিই প্রথম নয়। এর আগেও শিখরের পরিবারের সঙ্গে জাহ্নবীকে দেখা গেছে। শিখরের দাদা-দাদি তথা সাবেক কেন্দ্রীয় মন্ত্রী সুশীল কুমার শিন্দের পা ছুঁয়ে প্রণাম করেছিলেন জাহ্নবী, যা সম্পর্কের গভীরতার প্রতীক বলেই ধরে নিয়েছেন অনেকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status