ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৮ অক্টোবর ২০২৫ ২৩ আশ্বিন ১৪৩২
বাংলাদেশের বিপক্ষে দুই ফরম্যাটের স্কোয়াড ঘোষণা আয়ারল্যান্ডের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 8 October, 2025, 10:07 AM

বাংলাদেশের বিপক্ষে দুই ফরম্যাটের স্কোয়াড ঘোষণা আয়ারল্যান্ডের

বাংলাদেশের বিপক্ষে দুই ফরম্যাটের স্কোয়াড ঘোষণা আয়ারল্যান্ডের

ইনজুরি কাটিয়ে বাংলাদেশ সিরিজের স্কোয়াডে ফিরেছেন আয়ারল্যান্ডের দুই তারকা পেসার মার্ক অ্যাডায়ার ও জশ লিটল। এই দুজনকে নিয়ে গতকাল আইরিশ ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে। টেস্ট স্কোয়াডে নেই তারা। আসন্ন বাংলাদেশ সফরে আইরিশরা দুটি টেস্ট ও ৩ ম্যাচের ‍টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

এর আগে একটি মাত্র টেস্টের পর ‍ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল আয়ারল্যান্ডের। তবে নভেম্বরে তারা দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। সব ঠিক থাকলে দ্বিতীয় ম্যাচটি হবে মুশফিকুর রহিমের শততম টেস্ট। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে তিনি এই মাইলফলক গড়বেন। এর আগে ঢাকায় ১১ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ। ওয়ানডে সিরিজের বদলে একটি টেস্ট বাড়ানো হয়েছে।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আইসিসির এই মেগা টুর্নামেন্টকে সামনে রেখে আইরিশরা বাংলাদেশের সঙ্গে সিরিজটি প্রস্তুতি হিসেবে নিচ্ছে। তার আগে অ্যাডায়ার ও লিটলকে ফিরিয়ে তাদের পূর্ণ ছন্দে দেখতে চাইবে দলটি। পেস অলরাউন্ডার অ্যাডায়ার হাঁটুতে চোটের কারণে সর্বশেষ জাতীয় দলে খেলেন জুন মাসে, এ ছাড়া সাইড স্ট্রেইন চোটের ফলে লিটলকে মে মাসের পর আর জাতীয় দলে দেখা যায়নি। দুজনই আইরিশদের টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ সদস্য।

যথারীতি পল স্টার্লিংয়ের নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলবে আয়ারল্যান্ড। অভিজ্ঞ ব্যাটার অ্যান্ড্রু বালবার্নি থাকবেন টেস্ট দলের অধিনায়কত্বে। তার নেতৃত্বাধীন টেস্ট স্কোয়াডে একেবারে নতুন ৫ জনকে যুক্ত করা হয়েছে। তারা হচ্ছেন– ব্যাটার ক্যাড কারমাইকেল, স্টিফেন দোহানি, অলরাউন্ডার জর্ডান নেইল, বাঁ-হাতি পেসার লিয়াম ম্যাককার্থি ও স্পিনার গ্যাভিন হোয়ে। ১১ নভেম্বর সিলেটে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে তাদের অভিষেক হতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status