ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৮ অক্টোবর ২০২৫ ২৩ আশ্বিন ১৪৩২
চট্টগ্রামে পুলিশের কাছ থেকে অটোরিকশা ছিনিয়ে নিল চালকরা
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
প্রকাশ: Tuesday, 7 October, 2025, 8:54 PM

চট্টগ্রামে পুলিশের কাছ থেকে অটোরিকশা ছিনিয়ে নিল চালকরা

চট্টগ্রামে পুলিশের কাছ থেকে অটোরিকশা ছিনিয়ে নিল চালকরা

চট্টগ্রামের পতেঙ্গা থানার কাঠগড় এলাকায় পুলিশের কাছ থেকে ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ট্রাফিক পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে ছিনিয়ে নেওয়া গাড়িটি উদ্ধার হয়নি।

মঙ্গলবার (৭ অক্টোবর) এ ঘটনা ঘটে।  প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত অটোরিকশাটি শহরের ব্যস্ততম সড়কে চলাচল করছিল। ট্রাফিক পুলিশ তা আটক করে জব্দ করার চেষ্টা করলে, ৫০ থেকে ৬০ জনের একটি দল গাড়িটিকে আটকে ঘিরে ফেলে। 

একপর্যায়ে লাঠি দিয়ে গাড়ির সামনের কাঁচ ভেঙে দেওয়া হয় এবং ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলাম আহত হন। পরে তারা অশ্লীল ভাষায় গালাগাল করে গাড়িটি নিয়ে চলে যায়। নগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক বন্দর) কবীর আহমেদ জানিয়েছেন, ব্যাটারিচালিত অটোরিকশাটি বিমানবন্দরসংলগ্ন কাঠগড় এলাকায় চলাচল করায় পুলিশ তা আটক করেছিল।

নগর ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) পতেঙ্গা সেলিম খান জানিয়েছেন, গাড়িটি উদ্ধারে অভিযান চলছে এবং ঘটনার বিষয়ে থানায় মামলা দাখিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status