চট্টগ্রামে পুলিশের কাছ থেকে অটোরিকশা ছিনিয়ে নিল চালকরা
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() চট্টগ্রামে পুলিশের কাছ থেকে অটোরিকশা ছিনিয়ে নিল চালকরা মঙ্গলবার (৭ অক্টোবর) এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত অটোরিকশাটি শহরের ব্যস্ততম সড়কে চলাচল করছিল। ট্রাফিক পুলিশ তা আটক করে জব্দ করার চেষ্টা করলে, ৫০ থেকে ৬০ জনের একটি দল গাড়িটিকে আটকে ঘিরে ফেলে। একপর্যায়ে লাঠি দিয়ে গাড়ির সামনের কাঁচ ভেঙে দেওয়া হয় এবং ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলাম আহত হন। পরে তারা অশ্লীল ভাষায় গালাগাল করে গাড়িটি নিয়ে চলে যায়। নগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক বন্দর) কবীর আহমেদ জানিয়েছেন, ব্যাটারিচালিত অটোরিকশাটি বিমানবন্দরসংলগ্ন কাঠগড় এলাকায় চলাচল করায় পুলিশ তা আটক করেছিল। নগর ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) পতেঙ্গা সেলিম খান জানিয়েছেন, গাড়িটি উদ্ধারে অভিযান চলছে এবং ঘটনার বিষয়ে থানায় মামলা দাখিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |