ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৮ অক্টোবর ২০২৫ ২৩ আশ্বিন ১৪৩২
নিরাপদ সড়কের দাবি: দাগনভূঁইয়া সিলোনীয়ায় ছাত্র-জনতার মানববন্ধন মঙ্গলবার
মোহাম্মদ আবু দারদা, দাগনভূঞা
প্রকাশ: Tuesday, 7 October, 2025, 5:58 PM

নিরাপদ সড়কের দাবি: দাগনভূঁইয়া সিলোনীয়ায় ছাত্র-জনতার মানববন্ধন মঙ্গলবার

নিরাপদ সড়কের দাবি: দাগনভূঁইয়া সিলোনীয়ায় ছাত্র-জনতার মানববন্ধন মঙ্গলবার

ফেনী-নোয়াখালী মহাসড়কের সিলোনিয়া বাজারে সম্প্রতি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার জেরে, নিরাপদ সড়কের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রসমাজ ও স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, সকাল ১০টার দিকে সিলোনীয়া বাজার এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণসহ একাধিক দাবিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​গত ২ অক্টোবর সিলোনীয়া বাজারে ঘটে যাওয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছামিয়া, বাবু, শামীমারা এবং অজ্ঞাতপরিচয় আরও একজনসহ মোট চারজনের মৃত্যু হয়। এই ঘটনার পর থেকেই শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বারবার দুর্ঘটনা প্রতিরোধে কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই তাদের এই সম্মিলিত কর্মসূচির আয়োজন। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দুর্ঘটনার সঠিক তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় মানববন্ধন থেকে। শান্তিপূর্ণ এই প্রতিবাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

​আন্দোলনকারীরা অবিলম্বে সিলোনীয়া বাজার এলাকায় একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। একইসাথে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সুগন্ধা বাস মালিক কর্তৃপক্ষের পক্ষ থেকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের সম্পূর্ণ সরকারি খরচে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য জোর দাবি জানানো হয়। ​সিলোনীয়া হাইস্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে নির্দিষ্ট গতিসীমা নির্ধারণ ও স্পিড ব্রেকার স্থাপন, বাজার ও স্কুল এলাকায় সতর্কতামূলক সাইনবোর্ড বসানো এবং লাইসেন্স ও ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ করার দাবি তোলা হয়। এছাড়া, পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বোর্ড অফিস রোড থেকে প্রস্তাবিত ব্রিজ পর্যন্ত রোড ডিভাইডারের ওপর লোহার বেড়া নির্মাণের দাবিও জানানো হয়।

​কর্মসূচিতে উত্থাপিত অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে— মহাসড়কের সঙ্গে সংযুক্ত সিলোনীয়া লাকী রোডের উচ্চতা বৃদ্ধি করে যান চলাচল স্বাভাবিক করা, সড়কের দুই পাশ থেকে অবৈধ দখল উচ্ছেদ করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং নির্দিষ্ট স্থানে গাড়ি ও সিএনজি অটোরিকশার জন্য আলাদা পার্কিং বা স্ট্যান্ডের ব্যবস্থা করা।

​এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন সিলোনিয়া হাই স্কুলের সভাপতি মেজবাহ উদ্দিন সাঈদ, জায়লস্কর ইউনিয়নের জামাত ইসলামের আমির মাওলানা সাইফুল ইসলাম, ফেনী জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হাসানুজ্জামান শাহাদাত, ইউনিয়ন যুবদলের সভাপতি এলমান, বাজার কমিটির সেক্রেটারি নিজাম মেম্বার, বাজার কমিটির সাবেক সভাপতি হামিদুল হক ডিলার, দাগনভূঞা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ রাজিব এবং সিলোনিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার কমিটির সদস্য ও ইউনিয়ন জামাতের সেক্রেটারি ফখরুল ইসলাম মামুন। 

মানববন্ধনটি সঞ্চালনা করেন চট্টগ্রাম আরবি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মাওলানা সোহাইল আহমদ সাঈদ। এছাড়া স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনগণও এতে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন। ​আয়োজকেরা আশা প্রকাশ করেন, এই শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দাবিগুলোর গুরুত্ব অনুধাবন করবে এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে সচেষ্ট হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status