ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৮ অক্টোবর ২০২৫ ২৩ আশ্বিন ১৪৩২
রাজশাহী-৪ আসনে বিএনপির মনোনয়ন চান প্রয়াত মন্ত্রিপুত্র সানিয়াত শুভ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 7 October, 2025, 5:55 PM

রাজশাহী-৪ আসনে বিএনপির মনোনয়ন চান প্রয়াত মন্ত্রিপুত্র সানিয়াত শুভ

রাজশাহী-৪ আসনে বিএনপির মনোনয়ন চান প্রয়াত মন্ত্রিপুত্র সানিয়াত শুভ

রাজশাহীর সাবেক এমপি ও মন্ত্রী সরদার আমজাদ হোসেনের ছেলে এবার বিএনপির এমপি হতে চান। মঙ্গলবার (৭ অক্টোবর) রাজশাহীতে অনুষ্ঠিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে মন্ত্রিপুত্র সরদার সানিয়াত হোসেন শুভ আগামী নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসন থেকে বিএনপির মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন। মনোনয়ন প্রাপ্তির বিষয়ে তিনি আশাবাদ প্রকাশও করেন।

রাজশাহী মহানগরীর একটি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সরদার সানিয়াত হোসেন শুভ। তিনি নিজেকে রাজধানী গুলশান থানা বিএনপির সদস্য হিসেবেও পরিচয় দেন।

তিনি বলেন, আমার বাবা প্রয়াত সরদার আমজাদ হোসেন রাজশাহী-৪ আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন। তিনি বলেন, আমার বাবা ছিলেন, বাগমারার মাটি ও মানুষের অবিচ্ছেদ্য অংশ। তিনি রাজনীতি করেছেন মানুষের চোখের জল মুছে, তাদের মুখে হাসি ফোটানোর বিশ্বাসে। তাঁর পাঁচ দশকের রাজনৈতিক জীবনের প্রতিটি অধ্যায় থেকে তিনি মনে করেন রাজনীতি মানে ক্ষমতা নয়, দায়িত্ব। সেই দায়িত্ব বোধ থেকে তিনি রাজনীতির মাধ্যমে মানুষের সেবা, সততা ও অঙ্গীকারের প্রতিশ্রুতিবদ্ধ।  

তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল- যিনি স্বাধীনতার পর এই জাতিকে আত্মনির্ভরতা, উৎপাদনশীলতা এবং জাতীয় মর্যাদার পথে দাঁড় করিয়েছিলেন। সেই আদর্শের ধারক দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজও গণতন্ত্রের প্রতীক, যিনি নির্ভয়ে গত ১৭ বছর ধরে মানুষের ভোটাধিকারের জন্য লড়াই করে যাচ্ছেন। আর আজ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সেই উত্তরাধিকারকে নতুন প্রজন্মের ভাষায় অনুবাদ করেছেন তার ৩১ দফা নতুন বাংলাদেশের রূপরেখার মাধ্যমে।

শুভ বলেন, বাগমারার উন্নয়ন ও তরুণ প্রজন্মের ক্ষমতায়নের মাধ্যমে একটি আধুনিক, সুশাসনভিত্তিক ও কর্মসংস্থানমুখী বাংলাদেশ গঠনে তিনি কাজ করতে চান। তিনি তরুণদের আহ্বান জানান, পরিবর্তনের রাজনীতি গড়ে তুলতে ধানের শীষের পক্ষে একাত্ম হতে। তিনি বলেন, দল তাকে মনোনয়ন দিলে ভোটের মাঠ থাকবেন। না দিলেও মনোনীত প্রার্থীর জন্য কাজ করবেন। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, তাকে দল মনোনয়ন দেবেন। মিট দ্য প্রেস অনুষ্ঠানে তার মা ও পরিবারের সদস্যা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status