সিরাজগঞ্জে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো পানসী নৌকা বাইচ প্রতিযোগিতা
সাব্বির মির্জা
|
![]() সিরাজগঞ্জে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো পানসী নৌকা বাইচ প্রতিযোগিতা গ্রাম বাংলার প্রাচীণ ঐতিহ্যবাহী পানসী নৌকা বাইচ প্রতিযোগিতা। সোমবার দুপুরে উল্লাপাড়ার সোনাতলায় জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খানের আয়োজনে দুই দিন ব্যাপী এই পানসী নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা দেখতে করতোয়া নদীর দু পাড়ে ঢল নামে লাখো মানুষের৷ নদীর দুপাড় ছাড়াও নৌকা নিয়ে বাইচ উপভোগ করেন অনেক মানুষ। এমন আয়োজন উপভোগ করতে পেরে উচ্ছসিত সব বয়সের দর্শক। শুধু সিরাজগঞ্জ নয় ঐতিহ্যবাহী এমন আয়োজন দেখতে পাবনা ও নাটোর জেলা সহ ও সারা দেশের অন্যান্য জেলা থেকেও আসা মানুষের বিপুল সমাগম হয় নদীর দু পাড়ে। আবহমান গ্রাম বাংলার প্রাচীন এ ঐতিহ্য আর সংস্কৃতিতে টিকিয়ে রাখতে এমন আয়োজন প্রতিবছর করার দাবী বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীদের। নৌকা বাইচ প্রতিযোগিতায় আগত দর্শনার্থীগণ আবহমান বাংলার এ প্রাচীণ ঐতিহ্যকে টিকিয়ে রাখার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে ছড়িতে দিতে এমন আয়োজন প্রতি বছর করার কথা জানায় আয়োজকবৃন্দ। মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াত ইসলামী। নৌকা বাইচ প্রতিযোগিতায় সিরাজগঞ্জ ছাড়াও অংশ নেয় পাবনা ও নাটোর জেলার ১৬ টি পানসী নৌকা। গ্রুপ পর্বের প্রতিযোগিতা শেষে বিজয়ী হয় শাহজাদপুরের সোনার মদীনা। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |