বাউফলে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, সুস্থ মা ও নবজাতকরা
মোঃ আল আমিন আকন
|
![]() বাউফলে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, সুস্থ মা ও নবজাতকরা খবরটি ছড়িয়ে পড়ার পরই হাসপাতালে ভিড় জমে নবজাতকদের একনজর দেখার জন্য। সবাই বিস্ময় ও আনন্দে ঘটনাটিকে ‘অলৌকিক’ বলে অভিহিত করেছেন। লামিয়া আক্তারের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার চাদকাঠী গ্রামে। তার শ্বশুরবাড়ি একই উপজেলার কালিশুরী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সিংহেরাকাঠি গ্রামে। লামিয়ার স্বামী মো. সোহেল স্থানীয় বাহেরচর বাজারের একজন মুদি দোকান ব্যবসায়ী। মো. সোহেল জানান, আল্লাহর রহমতে আমার স্ত্রী ও সন্তানরা ভালো আছে। চিকিৎসকদের পরামর্শে নবজাতকদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্ত্রী লামিয়াকে বরিশাল ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। তারা সবাই সুস্থ থাকলে শিগগিরই বাড়ি ফিরব। চিকিৎসকরা জানান, আধুনিক চিকিৎসা প্রযুক্তি, সঠিক পর্যবেক্ষণ ও দক্ষ টিমের কারণে এমন জটিল প্রসবও স্বাভাবিকভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। স্থানীয়দের মতে, বাউফলের ইতিহাসে এটি এক বিরল ঘটনা, যা পুরো এলাকায় আনন্দ ও বিস্ময়ের সঞ্চার করেছে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |