ইসলামী ব্যাংকে এস.আলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
|
![]() ইসলামী ব্যাংকে এস.আলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় ইসলামী ব্যাংক শ্যামনগর শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদ এর যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েক বছরে এস আলম গ্রুপের প্রভাব খাটিয়ে ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি সংঘটিত হয়েছে। দক্ষ ও মেধাবী প্রার্থীদের বঞ্চিত করে নানা অবৈধ পদ্ধতিতে নিয়োগ দেওয়া হয়েছে, যার ফলে ব্যাংকিং সেক্টরের স্থিতিশীলতা ও সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বক্তারা এসব অবৈধ নিয়োগ অবিলম্বে বাতিল করে দেশের সকল অঞ্চলের যোগ্য ও দক্ষ প্রার্থীদের মেধাভিত্তিক নিয়োগের দাবি জানান। তারা আরও বলেন, এস আলম কর্তৃক পাচারকৃত কোটি কোটি টাকা দ্রুত দেশে ফেরত এনে সরকারের জব্দকৃত সম্পদের মাধ্যমে তার দায়দেনা সমন্বয়ের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি যারা মিথ্যা তথ্য ও অপপ্রচারের মাধ্যমে ইসলামী ব্যাংকের সুনাম ক্ষুণ্ণ করছে, তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ রাশিদুল ইসলাম, মোঃ মাছুম বিল্লাহ, মোঃ জাহাঙ্গীর আলম (গ্রাহক), মোঃ জাহিদ হাসান এবং মোঃ মোমিনুর রহমান। বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের অর্থনীতির অন্যতম প্রাণশক্তি। এ ব্যাংকের ভাবমূর্তি রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি হয়ে পড়েছে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |