রামগঞ্জে গ্রেপ্তার আ.লীগ নেতাকে কারাগারে প্রেরণ
রায়হানুর রহমান, রামগঞ্জ
|
![]() রামগঞ্জে গ্রেপ্তার আ.লীগ নেতাকে কারাগারে প্রেরণ গ্রেপ্তার মাসুদ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর বাজার থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে। থানা পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও একই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি জামিনে বের হন। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বলেন, চলমান তদন্তের অংশ হিসেবেই তাকে পুনরায় একই মামলায় গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |