ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৮ অক্টোবর ২০২৫ ২৩ আশ্বিন ১৪৩২
সাতক্ষীরার সিভিল সার্জনের অপসারণের দাবীতে মানববন্ধন
মোঃ আলফাত হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Monday, 6 October, 2025, 5:48 PM

সাতক্ষীরার সিভিল সার্জনের অপসারণের দাবীতে মানববন্ধন

সাতক্ষীরার সিভিল সার্জনের অপসারণের দাবীতে মানববন্ধন

সাতক্ষীরার সিভিল সার্জন আব্দুস সালামের অপসারণের দাবীতে মানববন্ধন ও সিভিল সার্জন অফিস ঘেরাও কর্মসূচী পালিত হয়েছে। তবে সিভিল সার্জন তার বিরুদ্ধে মানববন্ধনের সকল অভিযোগ অস্বীকার করে বলেছেন এসব অভিযোগ তদন্তে সম্পূর্ণ মিথ্যা প্রমানিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা শহরের খুলনা মোড়ে সাতক্ষীরা জেলাবাসীর ব্যানারে মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ভূমীহীন সমিতির সভাপতি কওসার আলী।

জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সপাদক মফিজুর রহমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন গণ আন্দোলন জোটের আহবায়ক অধ্যাপক ইদ্রিস আলী, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজী, সহ-সভপতি শেখ হাফিজুর রহমান, মহিলা সম্পাদিকা নাজমা আক্তার নদী, জেলা শ্রমিক দলের একাংশের আহবায়ক রেজাউল ইসলাম রেজা, নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাংগঠনিক সম্পদাক ফারুক হোসেন, সাতক্ষীরা সদর হাসপাতালের স্বেচ্ছাসেবক শাওন, জেলা তরুণ দলের সাবেক সভপতি আব্দুর রউফ রাজা, জেলা ভূমিহীন সমিতির সাংগঠনিক সম্পাদক এসএম রবিউল ইসলাম প্রমূখ।

এ সময় সাতক্ষীরা সিভিল সার্জনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বক্তারা বলেন, সাতক্ষীরার সিভিল সার্জন আব্দুস সালামের বিরুদ্ধে দূর্ণীতি, হাসপাতালের নার্সদের সাথে খারাপ আচরণ, নিয়মিত অফিস না করার অভিযোগ রয়েছে। তিনি কোন রকম নিয়মনীতিকে তোয়াক্কা না করে সদর হাসপাতালের স্বেচ্ছাসেবকদের অপসারণ করেছেন।অনতিবিলম্বে এই সিভিল সার্জনের অপসারণ করতে হবে। নাহলে আরো কঠের আন্দোলনের হুশিয়ারী প্রদান করেন বক্তারা।

সাতক্ষীরার সিভিল সার্জন আব্দুস সালামের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, অভিযোগ নিয়ে মানববন্ধন নামক কাহিনী করা হয়েছে। এসব অভিযোগের অনেক আগেই তদন্ত হয়েছে। তদন্তে আমি সম্পূর্ণ নির্দোষ প্রমানিত হয়েছি। একটা মিমাংসিত বিষয় কার প্ররোচণায় এটা করা হচ্ছে, সেটা খতিয়ে দেখার অনুরোধ করেন তিনি। তিনি আরো বলেন, হাসপাতালের স্বেচ্ছাসেবীদের সরিয়ে দেওয়ার কারনে হয়তো কারো স্বার্থে লাগছে তাই তারা এ ধরনের কাজ করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status