সাতক্ষীরায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন
মোঃ আলফাত হোসেন, সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ নান্দনিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন। তিনি রঙিন বেলুন ও ফেস্টুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক নাজমুন নাহার, আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মো. আজমল কবির, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা, বিএডিসি সাতক্ষীরা জোনের সহকারী প্রকৌশলী মো. ইবনে সিনা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান প্রমুখ। আলোচকবৃন্দ বলেন, শিশুরা দেশের ভবিষ্যৎ, জাতির স্বপ্নের প্রতীক। তাদের অধিকার, শিক্ষা ও সুরক্ষার প্রশ্নে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। ভালোবাসা, ন্যায়বোধ ও মানবিকতার আলোয় বড় হলে শিশুরাই গড়বে সুন্দর বাংলাদেশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিশু একাডেমির লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম, ডাটা এন্ট্রি অপারেটর মো. নাসির উদ্দিন, শিশু একাডেমির কর্মকর্তা, অভিভাবক ও শতাধিক শিশু। সুর, ছন্দ ও হাসির কলতানে মুখর এই অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন শেখ রফিকুল ইসলাম। দিনভর শিশুদের মুখে হাসির ঝিলিক, হাতে বেলুন, চোখে স্বপ্ন—সব মিলিয়ে ছড়িয়ে পড়েছিল ভবিষ্যতের আলোকরেখা, যেখানে প্রতিটি শিশুই যেন নিজের প্রাপ্য অধিকার নিয়ে বেড়ে ওঠার প্রতিশ্রুতি পায় নতুন করে। এরআগে রবিবার ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচিতে ৬ অক্টোবর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ৭ অক্টোবর লোকনৃত্য, ৮ অক্টোবর কন্যা শিশু দিবস উপলক্ষে সমাবেশ, আলোচনা সভা, কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, ৯ অক্টোবর চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা, ১১ অক্টোবর দেশাত্মবোধক গান, নির্ধারিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা, ১২ অক্টোবর ক্রীড়া প্রতিযোগিতা, ১৩ ও ১৪ অক্টোবর ভোমরা রাশিদা বেগম মাধ্যমিক বিদ্যালয়, আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, ঋশিল্পী সেন্ট্রাল স্কুল ও সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা এবং ১৬ অক্টোবর বেলা ১১টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |