ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১০ আশ্বিন ১৪৩২
বিশ্বকাপে ইসরাইলের অংশগ্রহণ নিশ্চিতে কূটনৈতিক চাপ যুক্তরাষ্ট্রের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 25 September, 2025, 6:10 PM

বিশ্বকাপে ইসরাইলের অংশগ্রহণ নিশ্চিতে কূটনৈতিক চাপ যুক্তরাষ্ট্রের

বিশ্বকাপে ইসরাইলের অংশগ্রহণ নিশ্চিতে কূটনৈতিক চাপ যুক্তরাষ্ট্রের

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ থেকে ইসরাইলকে নিষিদ্ধ করার আহ্বানের প্রেক্ষাপটে এই উদ্যোগ প্রতিহত করতে সক্রিয় হয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্কাই নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দলের আহ্বানের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইসরাইলের পক্ষে অবস্থান নিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আমরা অবশ্যই সর্বাত্মকভাবে কাজ করব, যাতে ইসরাইলের জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার কোনো প্রচেষ্টা সফল না হয়।

উল্লেখ্য, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। ইতোমধ্যে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা-র আওতায় বাছাইপর্বে অংশ নিচ্ছে ইসরাইল।

এর আগে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজ ইসরাইলি ক্রীড়াবিদদের আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার আহ্বান জানান। তার এই বক্তব্যের পর বিশ্বজুড়ে ফিলিস্তিনপন্থি আন্দোলনের প্রতি সমর্থন আরও দৃঢ় হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক চাপ তৈরি করতে পারে। তবে যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থনের কারণে ইসরাইলকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করা সহজ হবে না বলেও মনে করছেন অনেকে।

বর্তমানে ফিফা ও উয়েফা বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও পরিস্থিতির উপর তাদের নজর রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status