বিসিবি নির্বাচন ঘিরে উত্তাপ ও বিতর্ক, সুষ্ঠু নির্বাচনের আহ্বান ক্রিকেটারদের
নতুন সময় প্রতিবেদক
|
![]() বিসিবি নির্বাচন ঘিরে উত্তাপ ও বিতর্ক, সুষ্ঠু নির্বাচনের আহ্বান ক্রিকেটারদের সম্প্রতি নির্বাচনী প্রক্রিয়ায় আলোচনায় এসেছে ওল্ড ডিওএইচএস ক্লাবের পক্ষে তামিম ইকবালের কাউন্সিলরশিপ। এ নিয়ে আপত্তি তোলেন সাবেক ক্রিকেটার হালিম শাহ। তবে বিষয়টি ভিন্নখাতে মোড় নেয়, যখন হালিম শাহ দাবি করেন- তার নাম ব্যবহার করে ভুয়া আপত্তিপত্র জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, আমি কোনো ধরনের আপত্তিপত্র জমা দিইনি। বিষয়টি আমার জানা ছিল না। যদি দিতাম, তাহলে অবশ্যই পুরো নাম লিখতাম। বিসিবিতেও আমি যাইনি। অন্যদিকে, বিষয়টি নিয়ে তামিম ইকবাল বলেন, আমি তিনটি ক্লাব পরিচালনা করি এবং একটি ক্লাবের সহসভাপতি। ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে বৈঠকের মাধ্যমে আমার নাম প্রস্তাব করা হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর বিসিবি নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মুমিনুল হক, রুবেল হোসেন, শামসুর রহমান, এনামুল হক বিজয় ও সৌম্য সরকার নিজেদের ফেসবুক পেজে একযোগে একটি বার্তা দেন। তারা লিখেছেন, বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কখনোই কাম্য নয়। এটা বাংলাদেশ ক্রিকেট এবং ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। আমরা চাই বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। এদিকে, দেশের ক্রিকেট অঙ্গনে নির্বাচনী পরিবেশ যাতে প্রশ্নবিদ্ধ না হয় এবং বোর্ড পরিচালনায় সঠিক নেতৃত্ব উঠে আসে- এমন প্রত্যাশাই করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |