ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৮ অক্টোবর ২০২৫ ২৩ আশ্বিন ১৪৩২
জানুয়ারি-ফেব্রুয়ারিতেই হওয়া উচিত অমর একুশে বইমেলা।
মো: গফুর হোসেন
প্রকাশ: Sunday, 21 September, 2025, 11:45 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 30 September, 2025, 6:43 PM

জানুয়ারি-ফেব্রুয়ারিতেই হওয়া উচিত অমর একুশে বইমেলা।

জানুয়ারি-ফেব্রুয়ারিতেই হওয়া উচিত অমর একুশে বইমেলা।

অমর একুশে গ্রন্থমেলা আমাদের জাতীয় জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা এক মহৎ আয়োজন। এটি শুধু একটি মেলা নয়—ভাষা আন্দোলনের স্মৃতি, শহিদদের আত্মত্যাগের প্রতীক, সাহিত্য-সংস্কৃতির প্রাণকেন্দ্র এবং জাতিসত্তার গর্ব। তাই এই আয়োজনের যথার্থতা, মর্যাদা ও শৃঙ্খলা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।

বাংলা একাডেমি আবারও প্রমাণ করল—তাদের কাছে এই বইমেলা কেবল একটি আনুষ্ঠানিকতা। 
অথচ এই প্রকাশকরাই বইমেলার প্রাণ, যারা তাদের মূলধন, শ্রম ও মেধা ঢেলে বই প্রকাশ করেন। তাদের বাদ দিয়ে শুধু কিছু নির্বাচিত লোকের মাধ্যমে মেলা পরিচালনা করার চেষ্টা হচ্ছে, যা প্রকাশকদের মধ্যে অসন্তোষ বাড়াচ্ছে।

অমর একুশে গ্রন্থমেলা আমাদের জাতীয় সংস্কৃতির সবচেয়ে বড় আয়োজন। অথচ এই মহতী আয়োজন বারবার অনিয়ম, বিশৃঙ্খলা এবং নীতিহীনতার কারণে হয়েছে প্রশ্নবিদ্ধ। ফলে বইমেলায় সাধারণ প্রকাশকরা তাদের কষ্টার্জিত মুলধন হারাচ্ছে। 

লেখক, প্রকাশক ও পাঠকের স্বার্থের পরিপন্থী এ সিদ্ধান্তে সাংস্কৃতিক অঙ্গন আসলে কীভাবে লাভবান হবে?

আমাদের সুস্পষ্ট প্রস্তাব হলো— অমর একুশে গ্রন্থমেলা ৮ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মাসব্যাপী আয়োজন করা হোক। এতে লেখক, প্রকাশক পর্যাপ্ত সময় পাবেন, মানসম্মত বই প্রকাশ সম্ভব হবে, আর পাঠকের জন্য সৃষ্টি হবে এক প্রাণবন্ত উৎসবের আবহ।

একুশের চেতনা আমাদের শিখিয়েছে সত্য ও ন্যায়ের সংগ্রাম। তাই এই চেতনার প্রতিফলন ঘটাতে হবে বইমেলায়ও। তাড়াহুড়ো করে নয়, বরং পরিকল্পিত, মর্যাদাপূর্ণ এবং সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই আয়োজন হওয়া উচিত অমর একুশে বইমেলা। তবেই সাহিত্য-সংস্কৃতির অগ্রযাত্রা সঠিক পথে এগোবে এবং শহিদদের আত্মত্যাগ হবে যথার্থভাবে সম্মানিত।

লেখক:মোঃ গফুর হোসেন,সাধারণ সম্পাদক, লাদেশ সৃজনশীল প্রকাশক সমিতি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status