|
চিলমারীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মোঃ মাহবুবুল হাসান,চিলমারী
|
![]() চিলমারীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সহকারী অধ্যাপক আবু হানিফা। ![]() চিলমারীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ তুলে ধরেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে আব্দুল বারী সরকার বলেন,“আজ দেশে গণতন্ত্রকে নির্বাসনে পাঠাতে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। নির্বাচন বানচাল করার নানা পাঁয়তারা লক্ষ্য করা যাচ্ছে। তবে আমরা দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করবো, ইনশাআল্লাহ।”আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
