ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৮ নভেম্বর ২০২৫ ২৩ কার্তিক ১৪৩২
চিলমারীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মোঃ মাহবুবুল হাসান,চিলমারী
প্রকাশ: Wednesday, 3 September, 2025, 7:01 PM

চিলমারীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চিলমারীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুড়িগ্রামের চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপির উদ্যোগে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে করো পাম্প মোড়ে গিয়ে শেষ হয়। র্যালিকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ, অংশগ্রহণ ছিল নেতাকর্মী ও সমর্থকদের।

পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সহকারী অধ্যাপক আবু হানিফা। 

চিলমারীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চিলমারীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এছাড়া বক্তব্য রাখেন ১নং যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক সাদাকাত হোসেন সাজু, যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল হক বাবলু, যুগ্ম আহ্বায়ক শাহ আলম সবুজ, সাবেক সাধারণ সম্পাদক সাহেব আলী, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছাঃ জিয়ারা খাতুন রোজি, উপজেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন জিয়া প্রমুখ।

সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ তুলে ধরেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে আব্দুল বারী সরকার বলেন,“আজ দেশে গণতন্ত্রকে নির্বাসনে পাঠাতে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। নির্বাচন বানচাল করার নানা পাঁয়তারা লক্ষ্য করা যাচ্ছে। তবে আমরা দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করবো, ইনশাআল্লাহ।”আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status