ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৭ নভেম্বর ২০২৫ ২২ কার্তিক ১৪৩২
পরকীয়ার অভিযোগ, ভাঙছে গোবিন্দ-সুনীতার ৩৭ বছরের সংসার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 23 August, 2025, 3:58 PM

পরকীয়ার অভিযোগ, ভাঙছে গোবিন্দ-সুনীতার ৩৭ বছরের সংসার

পরকীয়ার অভিযোগ, ভাঙছে গোবিন্দ-সুনীতার ৩৭ বছরের সংসার

মুম্বাইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্টে অভিনেতা গোবিন্দর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন তার স্ত্রী সুনীতা আহুজা। বেশ কিছুদিন ধরে তাদের দাম্পত্যে ভাঙনের গুঞ্জন চলছিল, এবার তা আদালতের নথিতেই ধরা পড়ল।

হিন্দু ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৫ অনুযায়ী করা এই মামলায় সুনীতার অভিযোগ—স্বামী পরকীয়ায় জড়িয়েছেন, মানসিক নির্যাতন করেছেন এবং দাম্পত্যে প্রতারণা করেছেন। আদালত গত ২৫ মে গোবিন্দকে তলব করলেও তিনি হাজির হননি। এরপর তার নামে শোকজ নোটিশ জারি করা হয়। 

অন্যদিকে সুনীতা জুন থেকে নিয়মিত শুনানিতে উপস্থিত হচ্ছেন এবং কোর্ট নির্দেশিত কাউন্সেলিং সেশনে যোগ দিচ্ছেন।

এর আগে নিজের ইউটিউব চ্যানেলে আবেগঘন এক ভিডিওতে দাম্পত্য জীবনের সংকটের আভাস দিয়েছিলেন তিনি। সেখানে কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি ঈশ্বরের কাছে চেয়েছিলাম সংসারটা টিকে যাক। কিন্তু হলো না। এখন আর কাউকে বিশ্বাস করি না।’ কয়েক মাস ধরেই সন্তানদের নিয়ে আলাদা থাকছিলেন তিনি। জন্মদিনও একা কাটিয়েছেন।

তবে গোবিন্দের ঘনিষ্ঠ মহল ভিন্ন কথা বলছে। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তার এক বন্ধু বলেন, ‘ডিভোর্সের প্রশ্নই আসে না। মানুষ পুরোনো বিষয়গুলো আবার টেনে আনছে।’ অভিনেতার ম্যানেজারও জানান, প্রতিটি দম্পতির জীবনেই কিছু মতবিরোধ থাকে, এগুলোকে এখন অযথা বড় করে দেখানো হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status