|
ময়মনসিংহে যুবতীকে শ্লীলতাহানি, পুলিশের ওপর হামলা আটক-১৭
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
|
![]() ময়মনসিংহে যুবতীকে শ্লীলতাহানি, পুলিশের ওপর হামলা আটক-১৭ পুলিশ ৯৯৯ নাম্বারে অভিযোগ পেয়ে উদ্ধার করতে গেলে পুলিশের এএসআইসহ ২ পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করেছে। শুক্রবার (২২ আগস্ট) বিকাল ৩টার দিকে নগরীর কৃষ্টপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে। ঘটনার সময় বোনকে বাঁচাতে আসলে ভাই মঈন খানকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে ৯৯৯ নাম্বারে কলের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ উদ্ধার করতে গেলে তাদের উপর হামলা চালায়। এতে ১নং নম্বর পুলিশ ফাঁড়ির এএসআই মো. নাজমুল ও কনস্টেবল মো. এরশাদ আহত হয়। পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা নিয়ে ফাঁড়িতে চলে আসে, ভাই মঈন খান মমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবিষয়ে আহত মঈন খান জানান, নগরীর বাঘমারা মেডিকেল কলেজ হোস্টেল মাঠে ফুটবল খেলা শেষে হঠাৎ বাড়িতে প্রবেশ করে অনন্যা আক্তারের উপর সোহেল, ফিজাব, বাবন, মাহিন, আবির, সিয়াম, আহাদ ও সোহাগগংরা শারীরিক নির্যাতন চালায়। এসময় আমি বোনকে বাঁচাতে গেলে ধারালো অস্ত্র দিয়ে আমাকে আঘাত করে। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, স্থানীয় দুটি পরিবারের মধ্যে ঝগড়া চলছিল। এতে এক ব্যক্তিকে থানায় আসতে বাধা দেওয়ার অভিযোগে ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় অভিযোগকারী ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ নিয়ে আসার পথে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য ও অভিযোগকারীকে আহত করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
