|
ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব কে সংবর্ধনা
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব কে সংবর্ধনা শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, বিশেষ অতিথি ছিলেন আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট আসাদুল হক। আতিকুর রহমান আপেল শিকদারের সভাপতিত্বে ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ২০০১ ব্যাচের বান্ধবী জান্নাতুল ফেরদৌস জেরিন, বন্ধু মামুন, রনি, বুলবুল, সেলিম, আরাফাত, হালিম, পিজুস, নয়ন, মিজানুর ও আরিফ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশরাফুল ইসলাম আরিফ ও নজরুল ইসলাম। বিশেষ অতিথি অ্যাডভোকেট আসাদুল হক বলেন, আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান প্রমাণ করে বন্ধু মানেই নিঃস্বার্থ ভালোবাসা। এছাড়াও ২০০১ ব্যাচের বন্ধুদের আইনি সহায়তার প্রয়োজন হলে বিনা পারিশ্রমিকে সহযোগিতার আশ্বাস দেন। প্রধান অতিথি শহিদুল ইসলাম আকন্দ বলেন, সদস্য সচিব হওয়ার পর একশোরও বেশি সংবর্ধনা পেয়েছি। তবে বন্ধুদের এই সংবর্ধনা আমার কাছে সবচেয়ে স্মরণীয়। তিনি ভূরুঙ্গামারীর উন্নয়নে সকল বন্ধুদের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, গত ১১ আগস্ট জেলা কর্তৃক ঘোষিত বিএনপির আহ্বায়ক কমিটিতে প্রভাষক শহিদুল ইসলাম আকন্দকে সদস্য সচিব ও অ্যাডভোকেট আসাদুল হককে সদস্য করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
