|
দামুড়হুদার ফজলুর রহমানকে কুপিয়ে গুরুতর, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
সাজিদ হাসান সোহাগ, দামুড়হুদা
|
![]() দামুড়হুদার ফজলুর রহমানকে কুপিয়ে গুরুতর, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর এদিকে, পুলিশ ও স্থানীয়রা বলছেন, শাকিল ও ফজলুর রহমান দুজন প্রতিবেশি হলেও তাদের মধ্যে নানা-নাতীর সম্পর্ক। দুজনের মধ্যে কি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে তার কেউই হিসেব মেলাতে পারছেন না। স্থানীয় ইউপি সদস্য মাহবুর রহমান বলেন, বিকেলে ফজলুর রহমান চা পান করছিলেন। এ সময় কিছু বুঝে উঠার আগেই শাকিল এসে হাসুয়া দিয়ে ফজলুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।তিনি আরও বলেন, আমাদের জানামতে দুজনের মধ্যে খুবই ভাল সম্পর্ক। তাদের মধ্যে কোন বিরোধ নেই। তবে হঠাৎ কি কারণে কুপিয়ে জখম করল কেউ কিছুই বলতে পারছেন না। এমনকি অনেকেই বিশ্বাস করছেন না শাকিল এমন ঘটনা ঘটিয়েছে। হয়তো অভ্যন্তরে কিছু থাকতে পারে, যা পুলিশের তদন্তে রহস্য বের হয়ে আসবে।আহত ফয়লুর রহমানের চাচাতো ভাই আমিরুল ইসলাম বলেন, বিকেলে ফজলুর রহমান, আমিসহ একাধিক ব্যক্তি গ্রামের মোড়ের একটি চায়ের দোকানে চা পান করছিলাম। এ সময় হঠাৎ হাসুয়া দিয়ে মুহুর্তেই ফজলুরের পিছন থেকে ১৫ সেকেন্ডের মধ্যে প্রায় ১০টি কোপ মেরেছে শাকিল। পরে ফজলুর রহমান মাটিতে লুটিয়ে পড়লে শাকিল পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করি।জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, ঘাড়, হাত-পা সহ শরীরে একাধিকস্থানে ধারাল অস্ত্রের আঘাতে ক্ষতের সৃষ্টি হয়েছে এবং সেগুলো বেশ গুরুতর। ![]() দামুড়হুদার ফজলুর রহমানকে কুপিয়ে গুরুতর, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
