|
ভূরুঙ্গামারীতে উপজেলা স্কাউটসের কমিশনারকে বিদায়ী সংবর্ধনা
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() ভূরুঙ্গামারীতে উপজেলা স্কাউটসের কমিশনারকে বিদায়ী সংবর্ধনা এসময় স্কাউটস লিডার খোরশেদ আলমের সঞ্চালনায় ভূরুঙ্গামারীর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস সভাপতি দীপ জন মিত্র, ওসি আল হেলাল মাহমুদ, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন, অধ্যক্ষ বাবুল আক্তার, উপজেলা স্কাউটস সহ-সভাপতি ইনসট্রাক্টর আতিকুর রহমান, স্কাউটস সম্পাদক এটিএম খলিলুর রহমান পলাশ, স্কাউটস কমিশনার বাদরেজাহান ফ্লেমি ও ইয়াকুব আলী শ্রাবণ বক্তব্য রাখেন। বিদায়ী প্রধান শিক্ষক ও সাবেক কমিশনার শাহজাহান আলী বলেন, পেশা বা কাজকে শুধুমাত্র অর্থ উপার্জনের মাধ্যমে হিসেবে বিবেচনা করা যাবে না। কাজকে নেশা হিসেবে নিতে হবে।এসময় বক্তারা বলেন, ভূরুঙ্গামারী কাব স্কাউটস কুড়িগ্রাম জেলা জুড়ে ব্যাপক সুনাম অর্জন করেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
