ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৮ নভেম্বর ২০২৫ ২৩ কার্তিক ১৪৩২
দেশকে প্রগতিশীল ও উন্নয়নমুখি করতে তারেক রহমানের ৩১ দফার বিকল্প নেই,
সালাহ উদ্দীন খান রুবেল , নেত্রকোণা
প্রকাশ: Saturday, 16 August, 2025, 11:55 AM

দেশকে প্রগতিশীল ও উন্নয়নমুখি করতে তারেক রহমানের ৩১ দফার বিকল্প নেই,

দেশকে প্রগতিশীল ও উন্নয়নমুখি করতে তারেক রহমানের ৩১ দফার বিকল্প নেই,

দেশকে প্রগতিশীল ও উন্নয়নমুখি করতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক রায়হান আমিন রনি। এ সময় তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন সেটি বাস্তবায়ন হলে বাংলাদেশে একটি বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেটিতে আগামীর বাংলাদেশ হবে একটি প্রগতিশীল ও উন্নয়নমুখি বাংলাদেশ হবে বলে মন্তব্য করেন। 

বৃহস্পতিবার দিনব্যাপী নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পাইকুড়া বাজার সহ অন্যান্য এলাকায় তৃণমূল পর্যায়ের মানুষের মাঝে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণের সময় সাংবাদিকদের সাথে এমন মন্তব্য করেছেন। এ সময় তিনি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তনেরও দাবী করেন। এ সময় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা সহ শতাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। রায়হান আমিন রনি এ সময় বাজারের বিভিন্ন দোকানে ও পথচারীদের মাঝে বিএনপির কেন্দ্র ঘোষিত ৩১ দফার লিফলেট তুলে দেন।

উল্লেখ্য যে, রায়হান আমিন রনির বাবা মরহুম নুরুল আমিন তালুকদার নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপির মনোনয়নে তিনবার  সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। নূরুল আমিন তালুকদার মৃত্যুবরণ করার প্রয়াত নূরুল আমিন তালুকদারের সহধর্মিণী খাদিজা আমিন তালুকদার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 

জানতে চাইলে নেত্রকোণা জেলার (কেন্দুয়া-আটপাড়া) সংসদীয় আসনের একাধিক বাসিন্দা বলেন, সাবেক এমপি প্রয়াত নূরুল আমিন তালুকদার ছিলেন সর্বস্তরের জনগণের আস্থা এবং সকল শ্রেণি পেশার মানুষের আশ্রয়স্থল।
আরো জানায়, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও হাইকমান্ডের কাছে আমাদের দাবি সাবেক এমপি নূরুল আমিন তালুকদার মহোদয়ের ছেলে রায়হান আমিন তালুকদার রনিকে আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন দেওয়ার জন্য।  


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status