|
নাসিরনগরে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত
আব্দুল কাদের সেন্টু ,নাসিরনগর
|
![]() নাসিরনগরে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত ব্রাহ্মণবাড়িয়া জেলায় নাসিরনগর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১১ টায় নাসিরনগর কলেজ গেইটে চেয়ারম্যান মার্কেটে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নাসিরনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম খালেদ এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল হাসান চৌধুরী সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, গোর্কণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মিয়া, কুন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ জিল্লুর রহমান দুলাল, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক দুলাল মিয়া, নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, যুগ্ম-আহবায়ক এম এ বাক্কি উপজেলা ছাএদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোসলেউদ্দিন সোহাহ, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইয়াছিন মাহমুদ, সদস্য সচিব খাইরুল বাশার রনি, সহ নাসিরনগর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করেন পরিচালক করেন নাসিরনগর উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওঃ মাহমুদউল্লাহ আশরাফী। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় মসজিদে খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
