নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যায় অভিযুক্ত মুদ্দাদ বেপারীকে গ্রেপ্তার দাবি
নতুন সময় প্রতিবেদক
|
![]() নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যায় অভিযুক্ত মুদ্দাদ বেপারীকে গ্রেপ্তার দাবি অভিযোগে বলা হয়,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সন্ত্রাসী বাহিনী নারায়ণগঞ্জে বিভিন্ন শিক্ষার্থী ও আন্দোলনকারীদের উপর গুলি চালিয়ে হত্যা করেন। পরবর্তীতে সরকার পতনের পর বিভিন্ন হত্যা মামলা হলেও অনেক আসামী পালিয়ে যায়। কিন্তু ওসমান পরিবারের ঘনিষ্ঠ মুদ্দাদ হোসেন বেপারী নারায়ণগঞ্জে সন্ত্রাসী বাহিনীকে অর্থ প্রদান এবং আন্দোলনকারীদের উপর হামলার দিকনির্দেশনা দেন। মুদ্দাদ হোসেন বেপারী শুধু ওসমান পরিবারের ঘনিষ্ঠই ছিলেন না, সাবেক সংসদ সদস্য প্রয়াত নাসিম ওসমানের কর্মী ছিলেন। নাসিম ওসমানের মৃত্যুর পর নাসিম ওসমানের স্ত্রী পারভিন ওসমান ও পুত্র আজমেরী ওসমানকে দেখভাল করতেন। পারভীন ওসমান ও আজমিরী ওসমানের প্রভাবে নারায়ণগঞ্জে গুম, খুন, চাঁদাবাজি, ভূমি দখলসহ বিভিন্ন অপরাধে লিপ্ত ছিলেন। ২০১৩ সালের ৬ মার্চ কোমলমতি শিক্ষার্থী তানভীর মোহাম্মদ ত্বকীকে হত্যা করা হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন আসামী গ্রেফতার হয়। ওই মামলায় অভিযুক্ত সুলতান শওকত ভ্রমর ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। কিন্তু পরবর্তীতে ওসমান পরিবারের ঘনিষ্ঠতার প্রভাবে শেখ হাসিনার নির্দেশে মামলার তদন্ত থেমে যায়। ত্বকী হত্যাকাণ্ডের পর নাসিম ওসমান তার পুত্র আজমেরী ওসমানকে ত্বকী হত্যা মামলা থেকে বাঁচানোর জন্য মুদ্দাদ হোসেন বেপারীকে দায়িত্ব দেন। এবং আজমেরী ওসমান ভারতে পালিয়ে যায়। পরবর্তীতে মুদ্দাদ হোসেন বেপারী মামলাটি ভিন্ন দিকে ধাবিত করার হীন উদ্দেশে নারায়াগঞ্জ কলেজ রোডের আজমেরী ওসমানের অফিস উইনার ফ্যাশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করেন। সাক্ষীদের হুমকি প্রদান করেন। বিভিন্ন সময়ে মামলার বাদীকে হুমকিসহ পুরো বিষয়টি ধামাচাপা দিয়ে দেয়ার পায়তারা করেন। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ওসমান পরিবাররের সকল সদস্য পালিয়ে যায়। পরবর্তীতে মুদ্দাদ হোসেন বেপারী নিজের খোলস পাল্টে বিএনপি নেতাকর্মীদের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা লিপ্ত আছেন ও অর্থ প্রদান করছেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মুদ্দাদ হোসেন ব্যাপারীকে অজ্ঘাত কারণে এখনো গ্রেফতার করছেনা। এ অবস্থায় অবিলম্বে মুদ্দাদকে গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করা হয়েছে লিখিত অভিযোগে।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |