সোনারগাঁয়ে যুবককে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
|
![]() সোনারগাঁয়ে যুবককে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার আসামি ইয়ানুছ নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুগড়াকুল এলাকার মৃত নবুর মিয়ার ছেলে।র্যাব জানায়, তারা আসামিকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন যে উক্ত আসামি আর ভিকটিম পূর্ব পরিচিত। মূলত মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে রতন খুন হয়। নিহত রতন ও আসামি ইয়ানুছ দু’জনেই একই এলাকায় মাদক কারবার ও বিভিন্ন বিষয়ে আধিপত্য দেখাতেন৷ এ নিয়ে বিরোধে দুই বছর আগে ভিকটিম রতন ইউনুছকে জখম করেছিল। তারই জের ধরে রতন খুনের ১৫ দিন আগে উভয়ের মধ্যে আবারও বিরোধ দেখা দেয়। আর এ ঝামেলা থেকে আসামি ইয়ানুছ তার সহযোগীদের নিয়ে ভিকটিমকে খুনের পরিকল্পনা করেন৷ গত১৭ জুন ভোরে রতনকে ফোনের মাধ্যমে ডেকে নিয়ে ইয়ানুছসহ আট ঘাতক গলা ও হাত-পায়ের রগ কেটে হত্যা করে এবং মরদেহটি খালে ফেলে দেন। পরে সে আত্মগোপনে থাকার পর দালালের মাধ্যমে ভারতে পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কুড়িগ্রামের পাঁচগাছির আরাজী কদমতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। ইয়ানুছের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আরো একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে৷ |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |