নলডাঙ্গায় সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় 'ভয়েস ফর চেঞ্জ' প্রকল্পের প্রশিক্ষণ
মোঃ রাসেল, নাটোর
|
![]() নলডাঙ্গায় সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় 'ভয়েস ফর চেঞ্জ' প্রকল্পের প্রশিক্ষণ রবিবার (২৯ জুন) সকাল ১০টায় নলডাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে “ভয়েস ফর চেঞ্জ – এমপাওয়ারিং সিটিজেনস ফর ইনক্লুসিভ গর্ভানেন্স, সোশ্যাল জাস্টিস অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি” শীর্ষক কর্মসূচির আওতায় এই কর্মশালার আয়োজন করে খান ফাউন্ডেশন। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রেদুয়ানুল হালিম। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আছাফুল ইসলাম সিদ্দিকী (ইউডিএফ) উপজেলা সমাজসেবা অফিসার সুমন সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কিষোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সাংবাদিক ও মানবাধিকারকর্মী মোঃ রাসেল শেখ, খান ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার সৈয়দা তাহেরা খাতুন, মোঃ মাহফুজুর রহমান, সহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহীনা লাইজু (ডিপিও), খান ফাউন্ডেশন। কর্মশালায় স্থানীয় সরকার কাঠামোতে জনগণের অন্তর্ভুক্তি ও অংশীদারিত্ব, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং বেসরকারি সংস্থার মাধ্যমে সচেতনতা বৃদ্ধির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষভাবে আলোচিত হয় স্থায়ী কমিটি, নারী নির্যাতন প্রতিরোধ কমিটি এবং ওয়ার্ড সভা গঠনের উদ্দেশ্য ও কার্যক্রম, কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অংশগ্রহণকারীদের সচেতন করা। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারী মোঃ আবিল কালাম আজাদ,‘আলো’ প্রতিনিধিত্বকারী মোঃ আবু জাহেদ, জাতীয় আদিবাসী পরিষদ নলডাঙ্গা উপজেলা শাখার লিটন কুমার এক্কা, ছাতারভাগ যুব কল্যাণ সমিতির সভাপতি মোছাঃ তানিয়া সুলতানা এবং উপজেলা যুব ও মহিলা কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সকল স্তরের জনগণের অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। এ ধরনের প্রশিক্ষণ কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |