|
কুড়িগ্রামের চিলমারীর ধর্ষণ মামলার আসামী মানিক অবশেষে ঢাকায় গ্রেপ্তার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামের চিলমারীর ধর্ষণ মামলার আসামী মানিক অবশেষে ঢাকায় গ্রেপ্তার চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম জানান, আসামিকে রংপুর থেকে এনে আজ ১ জুন কুড়িগ্রামে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য কুড়িগ্রামের চিলমারী উপজেলার জুম্মাপাড়া এলাকার ৭ম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী স্কুলে যাওয়ার পথে একই এলাকার ইদ্রিস আলীর ছেলে মোঃ মানিক মিয়া(২৫), ভিকটিমকে প্রায়ই প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন ভাবে উক্ত্যক্ত করত। ভিকটিম উক্ত আসামির কথায় রাজী না হওয়ায় গত ১৯মে তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার সময় বাদীর বসতবাড়ীর শয়ন ঘরের ভিতরে ভিকটিমকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের নানী বাদী হয়ে চিলমারী মডেল থানায় গত ২০ মে/ ২৫ ইং তারিখে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-০৩। মামলাটি দায়ের করার প্রাক্কালে আসামি মানিক মিয়া পালিয়ে যায় । পরবর্তীতে ওই আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা চালিয়ে যায় পুলিশ। এরই ধারাবাহিকতায় ৩০মে রাতে চিলমারী থানার এসআই কমল, র্যাব-১৩ এবং র্যাব-৪,ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ (কবরস্থান রোড) এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহার নামীয় একমাত্র পলাতক আসামি মানিক মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী গ্রেপ্তারকৃত আসামি মানিক মিয়াকে চিলমারী মডেল থানায় এনে আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
তাড়াশে জমি নিয়ে বিরোধের ঘটনায় একই পরিবারের সাজাপ্রাপ্ত ৯ জন গ্রেফতার
ঘিলাছড়ি বাজারে তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্রগঠন কর্মসূচির লিফলেট বিতরণে দীপেন দেওয়ান
নির্বাচিত হলে কেউ বৈষম্যের শিকার হবে না: পাইকগাছায় এমপি প্রার্থী বাপ্পি
হালদা নদীকে 'মৎস্য হেরিটেজ এলাকা' ঘোষণা, ঐতিহাসিক সিদ্ধান্ত বলছেন বিশেষজ্ঞরা
