ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৬ নভেম্বর ২০২৫ ২১ কার্তিক ১৪৩২
মানুষ মারা গেলে কখন বুঝতে পারে সে মারা গেছে ?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 23 March, 2025, 3:48 PM

মানুষ মারা গেলে কখন বুঝতে পারে সে মারা গেছে ?

মানুষ মারা গেলে কখন বুঝতে পারে সে মারা গেছে ?

একজন মানুষ যখন মারা যান, তখন কি তিনি বুঝতে পারেন যে তার মৃত্যু হয়েছে? এ বিষয়ে শায়খ আহমাদুল্লাহ ব্যাখ্যা দিয়েছেন।

তিনি বলেন, মানুষের মৃত্যুর শেষ মুহূর্তে আল্লাহ তা'আলার পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতারা তার কাছে উপস্থিত হন। নবী করিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দীর্ঘ এক হাদিসে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। এটি অদৃশ্য জগতের বিষয়, যা আমাদের দৃষ্টিগোচর হয় না। একমাত্র ওহীর মাধ্যমে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এ সম্পর্কে জেনেছেন এবং তার মাধ্যমেই আমরা জেনেছি।

শায়খ আহমদ উল্লাহ বলেন, হাদিসের বর্ণনা অনুযায়ী, যদি কোনো ব্যক্তি জান্নাতি হন, তবে তার রুহ কবজ করতে একদল ফেরেশতা বিশাল আয়োজন করেন। তারা অত্যন্ত সুন্দর ও মনোরম আচরণ করেন এবং তাকে অভিবাদন জানান। মূল্যবান পাত্রে তার রুহ গ্রহণের জন্য এক বিশেষ ব্যবস্থা থাকে, যা দেখে ওই ব্যক্তি আনন্দিত হন এবং হাসিমুখে তার রুহ বের হয়ে যায়।

অপরদিকে, যদি কোনো ব্যক্তি জাহান্নামি হন, তবে তার রুহ কবজ করতে ফেরেশতাদের এক ভয়ঙ্কর দল আসে। তারা এতটাই তীব্র ভীতিকর রূপে আবির্ভূত হন যে, ওই ব্যক্তি তা দেখে আতঙ্কিত হয়ে যান। আশপাশের মানুষ তা বুঝতে পারে না তবে মৃতপ্রায় ব্যক্তি তা গভীরভাবে অনুভব করেন এবং হাহাকার করেন।

তিনি আরও বলেন, যারা সারাজীবন তাকওয়ার ওপর অবিচল থেকেছেন এবং হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম করেছেন, কোরআনে বর্ণিত আয়াত অনুযায়ী, মৃত্যুর আগে ফেরেশতারা তাদের কাছে এসে সুসংবাদ দেন। তারা জানান যে, তাদের কোনো ভয় বা দুশ্চিন্তার কারণ নেই।

হাদিস ও কোরআনের বর্ণনা অনুযায়ী, মৃত্যুর মুহূর্তে রুহ কবজের দৃশ্য মৃত্যুপথযাত্রী ব্যক্তিই উপলব্ধি করতে পারেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status