|
কোটি টাকা মূল্যের ভারতীয় সিগারেটসহ রাঙ্গামাটির ২ চোরাকারবারী হাটহাজারীতে আটক
নতুন সময় প্রতিনিধি
|
![]() কোটি টাকা মূল্যের ভারতীয় সিগারেটসহ রাঙ্গামাটির ২ চোরাকারবারী হাটহাজারীতে আটক রবিবার (২৩ মার্চ) ভোররাতে উপজেলার আমান বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, রাঙামাটি জেলার বনরুপা এলাকার মো. মমতাজ উদ্দীনের ছেলে মো. শওকত আকবর (৩৪) ও কোতোয়ালী থানার সাপছড়ি ইউনিয়নের বশির আহমেদের ছেলে ট্রাকচালক মো. বাদশা (২৬)। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের আমান বাজার সংলগ্ন রাঙামাটি-খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের উপর অভিযান চালিয়ে একটি পিকআপ থেকে ৬৩ হাজার ৮’শ প্যাকেট (৬৩৮০ কার্টন) ভারতীয় ওরিস, এক্সএসও, মন্ড ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি টাকা। পিকআপ ভর্তি এসব অবৈধ সিগারেট চট্টগ্রাম নগরীতে প্রবেশ করছিলো। এসময় পিকআপ জব্দ ও চালকসহ উল্লেখিত দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
