ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৬ নভেম্বর ২০২৫ ২১ কার্তিক ১৪৩২
৫০০ কোটির বেশি সম্পত্তি, ভারতের সবচেয়ে ধনী কমেডিয়ান কে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 23 March, 2025, 4:20 PM

৫০০ কোটির বেশি সম্পত্তি, ভারতের সবচেয়ে ধনী কমেডিয়ান কে

৫০০ কোটির বেশি সম্পত্তি, ভারতের সবচেয়ে ধনী কমেডিয়ান কে

কপিল শর্মা এ সময়ের ভারতের সবচেয়ে জনপ্রিয় কমেডিয়ানদের একজন। নেটফ্লিক্সের নতুন শো থেকে তিনি পারিশ্রমিকের রেকর্ডও গড়েছেন। তবে ভারতের সবচেয়ে ধনী কমেডিয়ান কিন্তু তিনি নন। কে তিনি? জেনে নেওয়া যাক হিন্দুস্তান টাইমস অবলম্বনে।

আলোচিত এই কমেডিয়ান দক্ষিণি তারকা ব্রহ্মানন্দম। এই তেলেগু অভিনেতাই ভারতের সবচেয়ে ধনী কমেডিয়ান। ‘কিং অব কমেডি’ নামে সুপরিচিত এই অভিনেতা এখন পর্যন্ত বিভিন্ন ভাষায় এক হাজারের বেশি সিনেমা করেছেন। ভারতীয় গণমাধ্যম ‘ডিএনএ’ ও ‘মানিকন্ট্রোল’-এর হিসাব অনুযায়ী, তিনি ছয় কোটি ডলারের বেশি সম্পদের মালিক, যা ৫০০ কোটি রুপির বেশি।

ব্রহ্মানন্দম যে কেবল কমেডিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদশালী তা নয়; অনেক অভিনেতার চেয়ে তাঁর সম্পদের পরিমাণ বেশি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে তাঁর সম্পদ রণবীর কাপুর (৩৫০ কোটি রুপি), প্রভাস (৩০০ কোটি রুপি) এমনকি রজনীকান্তের (৪০০ কোটি রুপি) চেয়েও বেশি।


কমেডিয়ানদের মধ্যে সম্পদের দিক থেকে ব্রহ্মানন্দমের কাছাকাছি আছেন কেবল কপিল শর্মা (৩০০ কোটি রুপি)। এ ছাড়া অন্য কোনো কমেডিয়ানের সম্পদের পরিমাণ ১০০ কোটি রুপির বেশি নয়।

ব্রহ্মানন্দম অভিনয়ে আসার আগে ছিলেন এপি কলেজের প্রভাষক। ১৯৮০-এর দশকে তিনি মঞ্চ অভিনেতা হিসেবে কাজ শুরু করেন। ১৯৮৫ সালে তাঁর টিভিতে, ১৯৮৭ সালে বড় পর্দায় অভিষেক হয়।


‘আহ না পেল্লান্তা’ তাঁর প্রথম হিট সিনেমা। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। ধীরে ধীরে তাঁর জনপ্রিয়তা এতটাই বাড়তে থাকে যে পরিচিতির দিক থেকে তিনি অনেক দক্ষিণি নায়ককেও ছাড়িয়ে যান। ব্রহ্মানন্দম নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন, তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রি সিনেমা বানাতে গেলে এমন কোনো নির্মাতা নেই যিনি তাঁর কথা ভাবেন না।

এত চাহিদার কারণে প্রতিবছরই নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন ব্রহ্মানন্দম। তবে এতে তাঁর সিনেমার সংখ্যা কমেনি; কারণ, প্রযোজক ও পরিচালকেরা জানতেন, অনেক দর্শক হলেই আসেন ব্রহ্মানন্দমের কমেডি দেখতে।


ব্রহ্মানন্দমের কমেডি হয়তো শিল্প মানের দিক থেকে খুব উচ্চ মানের নয় কিন্তু সাধারণ দর্শকের কাছে তাঁর তুমুল গ্রহণযোগ্যতার কথা কেউই অস্বীকার করতে পারবেন না।


পরিসংখ্যান বলছে ২০১২ সালে তিনি অনেক জনপ্রিয় নায়কের চেয়ে বেশি পারিশ্রমিক পেতেন। এ বছরই সবচেয়ে বেশি সিনেমায় পর্দায় উপস্থিতির জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তাঁর নাম ওঠে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status