|
ঈদ উৎসব: 'দ্য চাঁদ বাজার সিজন ২' শুরু হচ্ছে ২৪ মার্চ
নতুন সময় ডেস্ক
|
![]() ঈদ উৎসব: 'দ্য চাঁদ বাজার সিজন ২' শুরু হচ্ছে ২৪ মার্চ ইভেন্ট বক্সের আয়োজনে চার দিনব্যাপী এই ইভেন্টে ঈদের কেনাকাটার জন্য পরিচিত ও সুখ্যাত সব লাইফস্টাইল ব্র্যান্ড, খাবার, এবং বিনোদনের সব ধরনের আয়োজন থাকবে। ![]() ঈদ উৎসব: 'দ্য চাঁদ বাজার সিজন ২' শুরু হচ্ছে ২৪ মার্চ আয়োজ প্রতিষ্ঠান ইভেন্ট বক্স জানায়, জনসাধারণের জন্য উন্মুক্ত এবারের চাঁদ বাজারে রয়েছে ঈদ পোশাক, গয়না, ঘরের প্রয়োজনীয় সব জিনিসপত্র থেকে শুরু করে ঈদের জন্য যা যা প্রয়োজন এবং আরও অনেক কিছু, যেখানে স্টল থাকবে অনেক অনেক পরিচিত ব্র্যান্ড এর। এখানেই শেষ নয়, মেলা প্রাঙ্গণে থাকবে পারফর্মেন্স জোন, যেখানে কাওয়ালি, সুফী সঙ্গীত, গজল, শায়েরি, এবং ফায়ার শো ছাড়াও ৪ দিনই অনেক ধরনের চমক পরিবেশন করা হবে। রোজা উপলক্ষে খাবারের জন্যও থাকবে বিশেষ ব্যবস্থা! ইফতার থেকে সেহরি পর্যন্ত বিভিন্ন ধরণের সুস্বাদু খাবার উপভোগ করা যাবে। মেলায় একটি সুন্দর মেহেদি জোনও থাকবে, যেখানে পেশাদার মেহেদি শিল্পীরা সুন্দর সুন্দর ঈদের ডিজাইনে সাজাবেন দর্শকদের হাত। এছাড়াও, আয়োজন রয়েছে কিছু কর্মশালা যেখানে বেকিং, অরিগামি, এবং হেলদি লাইফস্টাইল ইত্যাদি সম্পর্কে বিশেষজ্ঞদের মাধ্যমে প্রশিক্ষণও দেয়া হবে। এই আয়োজনটি এবারের ঈদকে এবং জনসাধারণের ঈদ কেনাকাটার অভিজ্ঞতায় অন্য মাত্রা যোগ করবে। পরিবারের সদস্য অথবা বন্ধুদের নিয়ে আপনিও ঘুরে আসতে পারেন এবং ঈদ কেনাকাটা আর বিনোদনে একটি সুন্দর দিন কাটাতে পারেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
