|
সুন্দরবনে নতুন এলাকায় ফের আগুন
নতুন সময় প্রতিনিধি
|
![]() সুন্দরবনে নতুন এলাকায় ফের আগুন পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ফরেস্ট স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর দাস বলেন, টেপারবিলের অগ্নিকাণ্ডের স্থল থেকে উত্তর-পশ্চিম দিকে দুই কিলোমিটার দূরে ধানসাগর টহল ফাঁড়ির শাপলার বিলের তেইশেরছিলায় বনে রবিবার সকালে নতুন করে আগুন জ্বলতে দেখেন বনরক্ষীরা। তিনি আরও জানান, ড্রোন উড়িয়ে তারা এই আগুন দেখে। বনরক্ষীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন প্রতিরোধে ফায়ার লাইন কাটা শুরু করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
তাড়াশে জমি নিয়ে বিরোধের ঘটনায় একই পরিবারের সাজাপ্রাপ্ত ৯ জন গ্রেফতার
ঘিলাছড়ি বাজারে তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্রগঠন কর্মসূচির লিফলেট বিতরণে দীপেন দেওয়ান
নির্বাচিত হলে কেউ বৈষম্যের শিকার হবে না: পাইকগাছায় এমপি প্রার্থী বাপ্পি
হালদা নদীকে 'মৎস্য হেরিটেজ এলাকা' ঘোষণা, ঐতিহাসিক সিদ্ধান্ত বলছেন বিশেষজ্ঞরা
