|
শ্রীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
মঈনুল ইসলাম সুজন, মাগুরা
|
![]() শ্রীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি উপলক্ষ্যে সকালে শ্রীপুর উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী। অনুষ্ঠানে সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, নারীরা শিক্ষিত হলে আগামীতে পুরো সমাজ শিক্ষিত হবে। নারীকে সম্মান করতে শিখতে হবে। তাদের ভিন্নভাবে দেখার সুযোগ নেই। ছেলে বা মেয়ে হওয়ার কারণে সন্তানদের মধ্যে বৈষম্য করা যাবে না। পুরুষের পাশাপাশি প্রত্যেকটি ক্ষেত্রে নারীর ভূমিকা রয়েছে। নারীর অধিকার নারীকেই আদায় করে নিতে হবে। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে নারীদের ভূমিকা অনস্বীকার্য। সাহস করে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। বিচার বিভাগ, প্রশাসন, শিক্ষা, চিকিৎসা, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী-সহ সর্বক্ষেত্রে নারীরা যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছে। নারী উন্নয়নে নারী-পুরুষ নির্বিশেষে সকলেই সহযাত্রী হিসেবে কাজ করবে এটাই সবার প্রত্যাশা। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভূমি) গুঞ্জন বিশ্বাস। শ্রীপুর উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালক ও সাংবাদিক আশরাফ হোসেন পল্টু’র সঞ্চালনায়, স্বাগত বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল। বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক হুমায়ুন বিশ্বাস, এস আই রিপন দাস, নারী উদ্যোক্ত বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা বিবেকানন্দ মন্ডল টুটুল, প্রশিক্ষনার্থী মুন্নী খাতুনসহ আরোও অনেকে । |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
