|
নারী দিবসে তেঁতুলিয়ার এলজিইডি নারী শ্রমিকরা বৈষম্যের স্বীকার
নতুনসময় প্রতিনিধি
|
![]() নারী দিবসে তেঁতুলিয়ার এলজিইডি নারী শ্রমিকরা বৈষম্যের স্বীকার সকালে সুপারভাইজার ফারুক হোসেন নারী শ্রমিকদের কাজে লাগিয়ে যান। অথচ উপজেলা চত্বরের হলরুমেই চলছে নারী দিবসের গুরুত্ব বিবেচনায় আলোচনা সভা। সমাজের বিভিন্ন শ্রেনীপেশার নারী প্রতিনিধিরা উপস্থিত হয়ে আলোচনা করছেন নারীর ক্ষমতায়নের উপর গুরুত্ব দিয়ে । নারী দিবসের সংবাদ সংগ্রহের কাজে গিয়ে দেখা যায় এমন বৈষম্যের । কাজ করতে থাকা নারীশ্রমিকদলের সদস্য আমেনা খাতুন বলেন আমরা দৈনিক হাজিরা ৩০০ টাকা পাই। এর মধ্যে ২০০ টাকা নগদ আর ১০০ টাকা জমা রাখে। সকাল ৯ টা হতে বিকাল ৩ টা পযর্ন্ত কাজ করতে হয়। আজ ৮ ই মার্চ বিশ্ব নারী দিবস অথচ আমাদের ছুটি দেয়নি সুপারভাইজার । সকালে নির্বাহী প্রকৌশলী ইদ্রিস আলী খান, সাভের্য়ার জয়নাল আবেদীন, ও সুপারভাইজার ফারুক হোসেন আমাদের কাজ দেখিয়ে ফিল্ডে চলে যান। নারী শ্রমিক শোনাবানু বলেন এর আগের ইউএনও স্যার আমাদের রাত ১১ টা পর্যন্ত কাজ করিয়ে নিয়েছে কিন্তু কোন অভার টাইমের টাকা দেয়নি। এভাবে মাত্র ৩০০ টাকা হাজিরা দিয়েই প্রায় ২ মাস ডাকবাংলো সহ উপজেলার বিভিন্ন জায়গায় আমাদের কাজ করতে হয়েছে। আগের ইউএনও স্যার আমাদের খুব কষ্ট দিয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী প্রকৌশলী ইদ্রিস আলী খান বলেন আজকে তো নারী শ্রমিকদের ছুটি দেয়ার কথা, কোন সুপারভাইজার হয়ত তাদেরকে কাজে ধরিয়ে দিয়েছেন। আমি ওখানে যাইনি । আমি দেখতেছি বিষয়টা । সাভের্য়ার জয়নাল আবেদীন বলেন আজ তো সরকারী ছুটি না। সরকারী ছুটি ছাড়া নারী শ্রমিকদের ছুটি দেয়া হয় না । তাই আমরা কাজে লাগিয়ে দিয়েছি। সুপারভাইজার ফারুক হোসেন বলেন আমাকে কোন নিদের্শনা দেয়া হয়নি তাই নারী শ্রমিকদের ছুটি দেয়া হয়নি। নবাগত উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু বলেন, বিষয়টি মানবিক জায়গা থেকে সত্যিই বৈষম্যের । নারী দিবসের প্রতিপাদ্য উপজেলার সকল দপ্তরে জানিয়ে দেয়া হয়েছে। ভবিষ্যতে মানবিক বাংলাদেশ গঠনে আরও সচেতন হবার জন্য উপজেলা প্রকৌশলী অফিসকে জানানো হবে। তাদের উচিত ছিল আজকে নারী শ্রমিকদের সাধারণ ছুটি দিয়ে আয়োজিত সেমিনারে তাদের অংশগ্রহন করানো। এতে নারী শ্রমিকরা তাদের অধিকার আদায়ে সচেতন হতে পারতো। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
