ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৭ নভেম্বর ২০২৫ ২২ কার্তিক ১৪৩২
টিভিতে অ্যান্টি-গ্লেয়ার প্রযুক্তি জরুরী কেন?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 5 March, 2025, 3:46 PM

টিভিতে অ্যান্টি-গ্লেয়ার প্রযুক্তি জরুরী কেন?

টিভিতে অ্যান্টি-গ্লেয়ার প্রযুক্তি জরুরী কেন?

টিভিতে স্ট্রেঞ্জার থিংস দেখছেন সঙ্গীতের মূর্ছনায় ভেকনা থেকে পালানোর চেষ্টা করছে ম্যাক্স, রোমাঞ্চের পারদ তুঙ্গে। ঠিক এ সময়ই, বাতাসে জানালার পর্দা সরে গেল। পর্দা গলে দুপুরের কড়া রোদ পড়ল টিভির স্ক্রিনে, চরম বিরক্তি নিয়ে আপনি গেলেন পর্দা ঠিক করতে।  টিভিতে পছন্দের অনুষ্ঠান দেখার সময় মনোযোগ ও আনন্দ নষ্ট করতে এরকম দু’-একটি মুহূর্তই যথেষ্ট। 

তবে, এ নিয়ে এখন আর খুব বেশি দুশ্চিন্তার প্রয়োজন নেই। অ্যান্টি-গ্লেয়ারের মতো অত্যাধুনিক প্রযুক্তির কল্যাণে টিভি দেখার অভিজ্ঞতা হবে এখন আরও সমৃদ্ধ। 

ওএলইডি প্রযুক্তি এর উজ্জ্বল রঙ, উচ্চ গুণমান ও দুর্দান্ত কনট্রাস্টের মাধ্যমে বিনোদনের ক্ষেত্রে যুগান্তকারী অভিজ্ঞতা নিয়ে এসেছে। ২০০৪ সালে বাজারে আসার পর থেকে এ প্রযুক্তি সহজেই সবার মন জয় করে নেয়। দেখা যায়, বেশিরভাগ ওএলইডি টিভি অন্ধকারে চমৎকার পারফরমেন্স দিলেও উজ্জ্বল আলোতে টিভির স্ক্রিন ঠিকভাবে দেখা যায় না। এক্ষেত্রে, ঘরের আলোর সাথে প্রাকৃতিক আলো মিলে একধরনের ওয়াশ-আউট ইফেক্ট তৈরি করে, যা টিভি দেখার ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করে চোখের ওপর চাপ তৈরি করে। আর এই অসুবিধা থেকে মুক্তি পেতে আমরা কখনো বসার জায়গা বদলে ফেলি, কখনো ভারি পর্দা দিয়ে রুমে প্রাকৃতিক আলো ঢোকায় বাধা সৃষ্টি করি। 

তবে, নতুন প্রযুক্তির উন্নতির ফলে এখন এই অসুবিধা মোকাবিলা করা সম্ভব হয়েছে। অ্যান্টি-গ্লেয়ার প্রযুক্তির কারণে এখন উন্নত সমাধান ও অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করা যাচ্ছে। যুগান্তকারী এই প্রযুক্তির মাধ্যমে এখন দিনের যেকোনো সময় বা পরিবেশে স্পষ্ট ও প্রাণবন্ত ভিজ্যুয়াল উপভোগ করা সম্ভব। আগেকার ওএলইডি প্যানেলের তুলনায় এতে এম্বোসড সারফেস ও বিশেষ প্রলেপ ব্যবহার করা হয়েছে, যা আলোকে বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়। ফলে চোখের প্রশান্তির পাশাপাশি, মনোযোগ স্ক্রিনের ওপরেই থাকে, আশপাশের আলোর দিকে যায় না। 

বাংলাদেশের মতো দেশে যেখানে বেশিরভাগ বাড়িতেই প্রাকৃতিক আলো ঘরে ঢোকাকে প্রাধান্য দেয়া হয় সেখানে টিভিতে অ্যান্টি-গ্লেয়ার প্রযুক্তি থাকলে তা সবার জন্য আরামদায়ক ও অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করে। একা বসে ‘স্ট্রেঞ্জার থিংস’ দেখা বা পরিবারের সবার সঙ্গে একসাথে ‘সি বিস্ট’ দেখার সময় এখন আর মনোযোগ অন্যদিকে সরে যাবে না। স্যামসাং এস৯৫ডি-তে থাকা অ্যান্টি-গ্লেয়ার প্রযুক্তি এই আলো-ছায়ার খেলা দূরে রেখে চোখের ওপর থেকে চাপ কমাবে; পাশাপাশি টিভি দেখার অভিজ্ঞতাকেও অনন্য করে তুলবে। এখন আর পর্দা টেনে দেয়া বা সোফা, টিভি সরিয়ে অন্যদিকে নেয়ার ঝক্কি পোহানো লাগবে না। যেখানে বসেই টিভি দেখুন না কেন এটি আপনার রুমের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিবে। 

টিভি দেখার সময় যারা ঝামেলা থেকে মুক্ত থাকতে চান, আবার একইসাথে, সেরা পিকচার কোয়ালিটির সাথে অনন্য অভিজ্ঞতাও পেতে চান তাদের জন্য অ্যান্টি-গ্লেয়ার প্রযুক্তি-সমৃদ্ধ ওএলইডি টিভি সবচেয়ে যথার্থ হবে। টেলিভিশনের জগতে নতুন যুগের সূচনা করার পাশাপাশি, বিনোদনের অভিজ্ঞতাকেই বদলে দিচ্ছে এই টিভি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status