বিয়ের পিড়িতে বসছেন নিগার
নতুন সময় ডেস্ক
|
![]() বিয়ের পিড়িতে বসছেন নিগার সম্প্রতি একটি একান্ত সাক্ষাৎকারে বিষয়টি প্রকাশ করেছেন নিগার। তার কাছে প্রশ্ন ধেয়ে গিয়েছিল ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। তার জবাবে তিনি বলেন, ‘আমার তো বাগদান হয়ে গেছে ইতোমধ্যেই!’ তাহলে বিয়েটা কবে? তার জবাবে তিনি বলেন, ‘খুব শিগগিরই, হ্যাঁ, খুব শিগগিরই বিয়ে করতে যাচ্ছি আমি। বিয়ের তারিখটা খোলাসা করেননি জ্যোতি। একই ভাবে পাত্র সম্পর্কেও ধোঁয়াশা রেখে দিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক। তবে এ ঘোষণা শিগগিরই দেবেন জ্যোতি, সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন সে সাক্ষাৎকারেই। তবে বিয়ের পর তার জন্য অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ। নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশ নারী ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক। দল অনেক স্মরণীয় জয় তুলে নিয়েছে তার নেতৃত্বে। এবার জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন তিনি। কবে শুভক্ষণটি আসে, এখন অপেক্ষা তারই! |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |