ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৮ নভেম্বর ২০২৫ ২৩ কার্তিক ১৪৩২
২৩ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা জামায়াতে ইসলামীর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 3 February, 2025, 11:47 AM

২৩ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা জামায়াতে ইসলামীর

২৩ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা জামায়াতে ইসলামীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।  টাঙ্গাইলে ৮ টি, নেত্রকোনার  ৫টি এবং ময়মনসিংহের ১১টির মধ্যে ১০টি সংসদীয় আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

টাঙ্গাইলে আটটি আসনে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীরা হলেন:  টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী): অধ্যক্ষ মন্তাজ আলী,  টাঙ্গাইল-২ (ভুঞাপুর-গোপালপুর): হুমায়ূন কবীর,  টাঙ্গাইল-৩ (ঘাটাইল): হুসনে মোবরক বাবুল, টাঙ্গাইল-৪ (কালিহাতী): প্রফেসর খন্দকার আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর): আহসান হাবীব মাসুদ, টাঙ্গাইল-৬ (বাসাইল-সখীপুর): শফিকুল ইসলাম খান, টাঙ্গাইল-৭ (মির্জাপুর): অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, টাঙ্গাইল-৮ (দেলদুয়ার-নাগরপুর): ডাক্তার আব্দুল হামিদ।

এদিকে, নেত্রকোনা কেন্দ্রীয় সংগঠন থেকে মনোনীত প্রার্থীরা হলেন, নেত্রকোনা-১, দূর্গাপুর-কলামাকান্দা আসনে জেলা কর্মপরিষদ সদস্য ও কলমাকান্দা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম, নেত্রকোনা-২, সদর-বারহাট্রা আসনে সাবেক জেলা আমীর ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা এনামূল হক, নেত্রকোনা-৩, আটপাড়া কেন্দুয়া আসনে জেলা জামায়াতে ইসলামীর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ও আটপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান দেলাওয়ার হোসেন সাইফুল, নেত্রকোনা-৪, মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী আসনে ময়মনসিংহ মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও ইসলামী ছাত্র শিবিরের আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাবেক সভাপতি অধ্যাপক আল হেলাল তালুকদার, নেত্রকোনা-৫, পূর্বধলা আসনে জেলা জামায়াতে ইসলামীর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ও পূর্বধলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাসুম মোস্তফা।

শনিবার বিকেলে কিশোরগঞ্জ শহরের উবাই পার্কে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সমাবেশে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী প্রার্থীদের নাম ঘোষনা করেন।

ময়মনসিংহের ১১টির মধ্যে ১০টি সংসদীয় আসনে সংসদ সদস্য (এমপি) প্রার্থীর নামের তালিকা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেই তালিকা ছড়িয়ে পড়ে। ফেসবুকে ছড়িয়ে পড়া তালিকার সত্যতা নিশ্চিত করে রবিবার(২ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ জেলা জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হক আকন্দ জানান, স্থানীয় মতামত ও মাঠপর্যায়ের জরিপের ভিত্তিতে কেন্দ্রীয় জামায়াতে ইসলামী সম্ভাব্য প্রার্থী তালিকার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। ১০টি আসনে চূড়ান্ত হলেও একটি আসন এখনো বাকি রয়েছে।  প্রার্থীরা মাঠে গণসংযোগ করবেন, দলীয় লোকজনও কাজ করবেন।

সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীরা হলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে মাহফুজুর রহমান, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে মাহবুব মণ্ডল, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে মাওলানা বদরুজ্জামান, ময়মনসিংহ-৪ (সদর) আসনে কামরুল হাসান, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে মতিউর রহমান আকন্দ, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে কামরুল হাসান, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে আসাদুজ্জামান, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে মঞ্জুরুল হক, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ইসমাইল হোসেন ও ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে সাইফ উল্লাহ পাঠান। ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে প্রার্থী এখনো চূড়ান্ত করা হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status