ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৮ নভেম্বর ২০২৫ ২৩ কার্তিক ১৪৩২
পাচারের টাকার সন্ধানে বিদেশি নিরীক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 26 January, 2025, 9:16 PM

আহসান এইচ মনসুর

আহসান এইচ মনসুর

দেশের ব্যাংক খাত থেকে ১৭ বিলিয়ন ডলার (১ হাজার ৭০০ কোটি ডলার) পাচারের ঘটনা তদন্ত করতে কেন্দ্রীয় ব্যাংক বিশ্বখ্যাত তিনটি অডিট প্রতিষ্ঠান ইওয়াই, ডেলয়েট এবং কেপিএমজিকে নিয়োগ দিয়েছে। অভিযোগ রয়েছে, এই অর্থ পাচারের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিরা জড়িত।  

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ফিন্যান্সিয়াল টাইমস দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন।

গভর্নর জানান, লোপাট হওয়া অর্থের উৎস শনাক্ত এবং পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের উদ্যোগে ১১টি যৌথ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার লক্ষ্য নিয়েছে বাংলাদেশ।  

বার্তা সংস্থা রয়টার্স এ বিষয়ে ইওয়াই এবং ডেলয়েটের সঙ্গে যোগাযোগ করলেও তারা কর্মঘণ্টার পরে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। অন্যদিকে, ই-মেইলের মাধ্যমে কেপিএমজির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।  

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের সময় আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব গ্রহণ করেন। ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি জানান, দেশের ১০টি বড় কোম্পানি এবং শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত চলছে।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status