বাল্য বিবাহ রোধে কিশোরীদের ভূমিকা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতাবাল্য বিবাহ রোধে কিশোরীদের ভূমিকা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা আলোচনা সভা ও পুরস্কার বিতরণ হয়েছে।আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নেত্রকোণা নারী প্রগতি সংঘ অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।বেসরকারি সংস্থা আইইডির ব্যবস্থাপনায় এবং স্বেচ্ছাসেবি সংগঠন জনউদ্যোগের আয়োজনে এ কর্মসূচি হয়।জনউদ্যোগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা করেন নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী, জনউদ্যোগ ফ্যালো শ্যামলেন্দু পাল, সাবেক শিক্ষক শফিকুল ইসলাম শফিক, নারী নেত্রী কল্পনা ঘোষ, মিসকাত মিম, ইমা বিশ্বাস, তরিফা আক্তার, পার্বতী শীল প্রমুখ। পরে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বাল্য বিবাহ রোধে কিশোরীদের ভূমিকা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা