ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৬ নভেম্বর ২০২৫ ২১ কার্তিক ১৪৩২
মানুষকে স্বস্তি দিতে অন্তবর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে : আমিনুল হক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 20 January, 2025, 8:20 PM

মানুষকে স্বস্তি দিতে অন্তবর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে : আমিনুল হক

মানুষকে স্বস্তি দিতে অন্তবর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে : আমিনুল হক

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে এনে জনগণের ক্রয়ক্ষমতার আওতায় রাখতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকার।এরফলে সাধারণ মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। 

আজ সোমবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর দক্ষিণখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এরআগে সকালে উত্তরা আজমপুরে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও দুপুরে পল্লবী থানা ২ নম্বর ওয়ার্ড বিএনপির শীতবস্ত্র বিতরণ ও সন্ধ্যায় রাজধানীতে এক ব্যাটমিন্টন প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

তিনি বলেন,গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচার সরকার সিন্ডিকেট করে দেশের জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণ করে বৃদ্ধি করে রেখেছিল। এখনও পর্যন্ত সেই আওয়ামী সিন্ডিকেটগুলো দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ করছে। 

আমিনুল হক বলেন, দ্রব্যমূল্যের বাজারের এই  আওয়ামী সিন্ডিকেট যদি আমরা ভাঙ্গতে না পারি, তাহলে আমাদের দেশের জনগণের দৈনন্দিন জীবনমান আরও দুষ্কর হয়ে যাবে। 

আওয়ামী স্বৈরাচারের সময় গত ১৭ বছরে আমরা বাংলাদেশের পরিপূর্ণ উন্নয়ন দেখিনি উল্লেখ করে তিনি বলেন,এই সময়ে আমরা শুধু স্বৈরাচার শেখ পরিবারের পকেটের উন্নয়ন দেখেছি, চুরির উন্নয়ন দেখেছি,ডাকাতির উন্নয়ন দেখেছি। 

তিনি আরও বলেন,গত কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে দেখেছি,বাংলাদেশের শেখ পরিবারের সদস্যরা ২৮ লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে গেছে। তারা যে টাকা পাচার করে নিয়ে গেছে এটা এদেশের জনগণের টাকা। জনগণের টাকা মেরে নিয়ে তারা কানাডার বেগম পাড়ায়, আমেরিকায়, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ পৃথিবীর বিভিন্ন জায়গায় সেকেন্ড হোম তৈরি করেছে। 

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন,আওয়ামী লীগ বিএনপির মধ্যে পার্থক্য হলো- বিএনপি এদেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করে, কিন্তু আওয়ামী লীগ গত ১৭ বছরে তারা এদেশের জনগণের জন্য কোন রাজনীতি করে নাই। তারা শুধু রাজনীতি করেছে নিজেদের পকেটের উন্নয়নের জন্য। 

ঢাকা মহানগর উত্তর দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হেলাল তালুকদার এর উদ্যোগে ও সভাপতিত্বে দক্ষিণখানে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন,ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান,যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন,এস এম জাহাঙ্গীর হোসেন,আকতার হেসেন,আফাজ উদ্দিন,থানা বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম বাবলু,ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এস এ খোকনসহ দক্ষিণখান থানা বিএনপির সকল যুগ্মআহবায়ক বৃন্দ,সদস্যবৃন্দ,ও থানা আওতাধীন ৪৭, ৪৮, ৪৯, ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। এসময় হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status