গাজীপুরের শ্রীপুরে এইচডিএফ এ্যাপারেলস্ লিমিটেড নামের কারখানায় স্যাম্পল রুমের বয়লার মেশিন বিস্ফোরণে ১৮ শ্রমিক আহত হয়েছেন।
সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে কারখানা স্যাম্পল রুমের বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতরা হলেন, কারখানার শ্রমিক সুজন, রইছ উদ্দিন, শুক্কুর, সোনিয়া, লিমা, ইকবাল, শাহ্জাহান। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে সুজনের বা পায়ে গুরুতর জখম হয়েছে। তাকে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতরা হলেন— কাটিং সেকশনের সুজন (২৪), রইস উদ্দিন (২২) ও ইকবাল হোসেন (৩০)। তাৎক্ষণিকভাবে আহত বাকি শ্রমিকের নাম জানা যায়নি।
কারখানার শ্রমিক আজিজুল হক বলেন, কারখানার স্যাম্পল সেকশনের একটি মিনি বয়লার হঠাৎ বিস্ফোরণ হয়। এতে কারখানার ঢেউটিনের ছাউনি ছিদ্র হয়ে উড়ে যায়। এ সময় বয়লার বিস্ফোরণে কারখানার থাই গ্লাস ভেঙে যায়। এটি ছিটে শ্রমিকদের শরীরে লাগে। বয়লারের গরম পানিতে অনেকেই পুড়ে যান। এ সময় ভয়ে সবাই ছোটাছুটি শুরু করেন। কমপক্ষে ১৮ শ্রমিক আহত হন।
কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা শিমু চৌধুরী বলেন, ছোট একটি বয়লার বিস্ফোরণ হয়েছে। এই মুহূর্তে আমি কিছু বলতে পারব না। আমি আহতদের নিয়ে ব্যস্ত। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা অ্যাডমিন (ম্যানেজার) এমআর শিপু চৌধুরী বলেন, প্রতিদিনের মতো কারখানার শ্রমিকরা সোমবার সকালে কাজে যোগ দেন। সকাল ৯টার দিকে হঠাৎ কারখানার স্যাম্পল রুমে স্থাপন করা ৫কেজি ক্যাপাসিটির মিনি বয়লার বিস্ফোরণ হয়। এতে কারখানার দুইজন শ্রমিক গুরুতর আহত ও কয়েকজন শ্রমিক আহত হন। হতাহতদের প্রাথমিক চিকিৎসক দিয়ে পাঠিয়ে দেয়া হয়েছে। এদের মধ্যে সুজনের বা পায়ের জয়েন্টে আঘাত পাওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
কারখানার ইলেকট্রিক ইনচার্জ সোহেল রানা বলেন, 'স্যাম্পল রুমে একটি বয়লার। সেটি যারা চালায় তারা সকাল ৮টার দিকে এসে সুইচ অন করেছে, হয়তো তারা খেয়াল করেনি যে সেটি পানি নিচ্ছে কিনা। এদিকে বয়লার হিট হতে হতে স্ট্রীম আউট লাইন ছেড়েছে তখন বিস্ফোরণ হয়েছে। পানি ছিল না হয়তো মোটর পানি টানতে পারেনি অথবা এমন হতে পারে ট্যাংকিতে পানি ছিল না।'
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, শুনতে পেরেছি বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে বয়লার বিস্ফোরণে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।