ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৭ নভেম্বর ২০২৫ ২২ কার্তিক ১৪৩২
নিজের ছবি নিজের কাছেই কেন ভালো লাগে না
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 December, 2024, 5:23 PM

নিজের ছবি নিজের কাছেই কেন ভালো লাগে না

নিজের ছবি নিজের কাছেই কেন ভালো লাগে না

সামাজিক যোগাযোগমাধ্যমের বদৌলতে পছন্দের মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করার প্রবণতা এখন যেকোনও সময়ের তুলনায় বেশি। পাশাপাশি নতুন কোনো রেস্তরাঁ কিংবা স্পট ‘ভাইরাল’ হওয়ামাত্র সেখানে গিয়ে ফটোশ্যুট করা যেন হালের ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। 

ভালো জামা পরে, সেজেগুজে আপনিও হয়ত দলবেঁধে এমনই এক জায়গায় ছবি তুলতে চলে গেলেন। কিন্তু ফোন গ্যালারির অর্ধেক ভরে উঠলেও কোনো ছবিই আপনার মনমতো হলো না!   

কোনোটায় চুল এলোমেলো, কোনোটিতে হাসিটা বোকা বোকা, আবার কোনো ছবিতে আপনাকে লাগছে ভীষণ মোটা। প্রফাইল পিকচার দেওয়ার মতো একটিও ছবি আসে নি; টেনেটুনে দুয়েকটি হয়তো ‘স্টোরি’ দেওয়ার যোগ্য! এমন সমস্যায় পড়েছেন কমবেশি অনেকেই। 

আপনাকে আশ্বস্ত করার জন্য বলি, এই ‘মধুর’ সমস্যা আপনার একার নয়। মানুষ মাত্রই নিজের ছবি দেখে সন্তুষ্ট হয় না! এর পেছনে রয়েছে  বৈজ্ঞানিক ব্যাখ্যা। 
মার্কিন স্নায়ুবিজ্ঞানী এবং কনজ্যুমার সাইকোলজির অধ্যাপক ম্যাট জনসন বলেছেন, এর জন্য দায়ী মেয়ার-এক্সপোজার ইফেক্ট যার মূলে রয়েছে আমাদের আয়নায় দেখা নিজস্ব প্রতিচ্ছবি। 

মানুষ কেন প্রোফাইল পিকচারে সঙ্গীর ছবি দেয়?    মানুষ কেন প্রোফাইল পিকচারে সঙ্গীর ছবি দেয়?    
আয়নায় আমরা নিজেদের রিভার্সড বা উলটো সংস্করণ দেখে থাকি প্রতিদিন। দিনের পর দিন একই অ্যাঙ্গেলে, একই রকম আলোতে দেখতে দেখতে নিজেদের একটা ইমেজ গেঁথে যায় আমাদের মনে। নিজেদের এভাবেই দেখে অভ্যস্ত হয়ে উঠি আমরা। হালের ‘মিরর সেলফি’ জনপ্রিয় হয়ে ওঠার পেছনেও এটিই হয়তো কারণ।

ওয়াশরুমের আয়নার ক্ষেত্রে এই ব্যাপারটা আরও বেশি ভালোভাবে বোঝা যায়। আলোর বিশেষ সেটিংসের জন্য এখানকার আয়নায় নিজেকে যেন একটু বেশিই সুন্দর লাগে!  
সাইকোথেরাপিস্ট এলয়েজ স্কিনার এ বিষয়ে বলেন, ‘আপনি সাধারণত একই আলো, একই দৃষ্টিভঙ্গি এবং একই অ্যাঙ্গেল থেকে নিজেকে প্রতিনিয়ত আয়নায় দেখছেন। কিন্তু ছবি নেওয়ার সময় আপনি নিজেকে এমন অ্যাঙ্গেল এবং পোজে দেখতে পান, যেখানে আগে কখনো দেখেননি। ফলে হুট করে নিজের কাছেই নিজেকে অচেনা মনে হয়।'

আয়নার সঙ্গে আমাদের সম্পর্কই এই ব্যাপারটিকে জটিল করে তোলে; সেখানে আমরা নিজেদের ‘ফ্লিপড ভার্সন’  দেখি। সহজ ভাষায় আয়নায় আমাদের ডান হাতকে বাম হাত দেখায়। ঠিক তেমনি আয়নায় কোনো লেখা দেখলে তা উল্টো দেখা যায়। ফলে চট করে নিজের ছবিতে নিজেকে দেখে ভালো লাগে না আমাদের। 

যে ছবিতে আপনি নিজেকে পছন্দ করছেন না, একই ছবি আবার দেখবেন আপনার বন্ধু বা মায়ের কাছে ঠিকই ভালো লাগছে। কারণ, তারা তো বাস্তবে আপনাকে এভাবেই দেখে থাকেন। আপনার ছবি বাছাইয়ের বিড়ম্বনা তাদের কাছে তখন 'ন্যাকামো' ছাড়া কিছুই মনে হয় না!    

তথ্যসূত্র: নিউজ এইটিন 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status