ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪ ২৮ অগ্রহায়ণ ১৪৩১
তেঁতুলিয়ায় ৩ ভুয়া সাংবাদিক সহ ক্যামেরাম্যান ও গাড়িচালক আটক
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
প্রকাশ: Tuesday, 26 November, 2024, 12:21 AM

তেঁতুলিয়ায় ৩ ভুয়া সাংবাদিক সহ ক্যামেরাম্যান ও গাড়িচালক আটক

তেঁতুলিয়ায় ৩ ভুয়া সাংবাদিক সহ ক্যামেরাম্যান ও গাড়িচালক আটক

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় কথিত ৩ জন ভুয়া সাংবাদিক সন্দেহের ভিত্তিতে আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী। এ সময় ১ জন ক্যামেরাম্যান ১ জন গাড়ি চালককে আটক করেছে স্থানীয়রা ।

সোমবার ২৫ নভেম্বর দুপুরে উপজেলার শালবাহান দাখিল মাদ্রাসায় ৪ জন ভুয়া সাংবাদিক আটকের ঘটনা ঘটে। স্থানীয়দের মাধ্যমে জানা যায় আটককৃত ভুয়া সাংবাদিকরা গত দুই দিন ধরে তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করে। এর আগে মাঝিপাড়া দাখিল মাদ্রাসা , ভজনপুর ডালিম হাজী দাখিল মাদ্রাসায় টাকা তুলে শালবাহান দাখিল মাদ্রাসায় টাকা তুলার কৌশল করে। পরে স্থানীয়রা ভুয়া সাংবাদিক সন্দেহে আসল পরিচয় জানতে চাইলে একে একে বেড়িয়ে আসে ভুয়া তথ্য।

আটককৃত ব্যাক্তিরা হলেন দৈনিক সংবাদ দিগন্তের নীলফামারী জেলার স্টাফ রির্পোটার পরিচয়ে কার্ডধারী দেলোয়ার হোসাইন , দৈনিক চাদপুর বার্তার স্টাফ রির্পোটার পরিচয়ে ভুয়া প্রেস এক্রিডিটেশন কার্ডধারী ও দৈনিক শিক্ষা বিডি ডট কমের রংপুর ব্যুরোচিফ পরিচয়ে আব্দুর রহিম, দৈনিক অগ্নি শিখা পত্রিকার বিশেষ প্রতিনিধি পরিচয়ে আল হেদায়েতুল্লাহ সুজন , জাতীয় সাংবাদিক কল্যান ফাউন্ডেশন এর সেন্টাল কমিটির অতিরিক্তি যুগ্ম সম্পাদক পরিচয়ে আল হেয়ায়েতুল্লাহ সিদ্দিকি , তবে আল হেদায়েতুল্লাহ সুজন ও আল হেয়ায়েতুল্লাহ সিদ্দিকি একই ব্যাক্তি । ক্যামেরাম্যান হামিদুল ইসলাম সহ মাইক্রোবাসের ড্রাইভার । এরা মাইক্রোবাসে করে বিভিন্ন প্রতিষ্ঠানে টাকা দাবি করতো। 

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জিজ্ঞাসা বাদের পর কথিত সাংবাদিকরা নিজেদের কে ভুয়া বলে স্বীকার করেন। তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টাকা আদায়ের বিষয়টিও স্বীকার করেছেন। এছাড়াও বাংলাদেশ সচিবালয়ের একটি সূত্র থেকে জানা যায় সচিবালয়ের প্রেস এক্রিডিটেশন কার্ডটি ভুয়া যা তারা নিজেও স্বীকার করেছেন।  

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ এনায়েত কবির বলেন জিজ্ঞাসাবাদের পর আটককৃত কথিত সাংবাদিকদের মামলার প্রক্রিয়া চলছে।

 

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status