যুক্তরাজ্যভিত্তিক ইংরেজি শেখার অ্যাপ ‘পারলো’
নতুন সময় ডেস্ক
|
ইংরেজি ভাষা শেখা আরো সহজ ও উপভোগ্য করে তুলতে দেশে চালু হলো ‘পারলো অ্যান ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাপ। শনিবার ২৩ নভেম্বর, রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাপটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানো জানানো হয়, পেশাগত ক্ষেত্রে ব্যক্তিগত উন্নতি চাইলে ইংরেজি শেখার কোনো বিকল্প নেই। আন্তর্জাতিকভাবে প্রচলিত ভাষাটি শেখার ক্ষেত্রে বাধা-বিপত্তি দূর করবে পারলো। দক্ষ জনবল তৈরিতে শিক্ষাগত যে দূরত্ব, তা পূরণ করে বিশ্ববাজারের জন্য দক্ষ পেশাজীবীও তৈরিতে সহায়তা করবে অ্যাপটি। অ্যাপটির কনটেন্ট লেখা ও ভিডিও তৈরির সঙ্গে যুক্ত ছিলেন যুক্তরাজ্যের ইংরেজি শিক্ষকরা। তাদের এই প্রচেষ্টা ইংরেজি ভাষা শেখার বিষয়টিকে উপভোগ্য ও কার্যকর করে তুলবে। অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর উভয়েই পাওয়া যাচ্ছে। অ্যাপ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য https://parlo.london/ দেখুন। অ্যাপ ডেভেলপার সম্পর্কে আরও জানতে https://www.teg.london/ দেখুন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যবহারকারিরা শুধু ইংরেজি শিখবেন না, পার্লোর সঙ্গে ব্রিটিশ ইংরেজিতে দক্ষতা ও অর্জন করতে পারবেন। এছাড়াও, উন্নত ভয়েস রিকগনিশন প্রযুক্তির সাথে, ব্যবহারকারি উচ্চারণ নিখুঁত করতে পারবেন এবং দ্রুত সাবলীলতা অর্জন করবেন। অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন এডটেক এক্সপার্ট ও পারলোর প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ক্রেগ মাহোনি। তিনি বলেন, ‘প্রত্যেকের মধ্যেই সম্ভাবনা আছে। এই সম্ভাবনাকে বের করে আনতে সবার জন্য কথোপকথনের উপযোগী ইংরেজি সহজলভ্য করতে চায় পারলো। বর্তমানে ইংরেজি শুধু একটি ভাষা নয়, বরং সুযোগ লাভের প্রবেশদ্বার। বাংলাদেশে অ্যাপটি চালু করার মাধ্যমে আমরা তরুণদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সুযোগ করে দিচ্ছি। সঠিক ভাবে ইংরেজি শেখার ফলে তাদের জীবন বদলে যাবে। ক্যারিয়ার বেছে নেওয়ার ক্ষেত্রে অনেকগুলো দরজাও খুলে যাবে। এডটেক এক্সপার্ট এবং পারলোর প্রডাক্ট ও কনটেন্ট বিভাগের প্রধান ক্যারোলিন এভারার্ড বলেন, ‘যুক্তরাজ্যের ইংরেজি শিক্ষকদের তৈরি কনটেন্টগুলো যেকোনো শ্রেণির শিক্ষার্থীরা বুঝতে পারবে। সাফল্য লাভের পথে ভাষা কখনো বাধা হয়ে দাঁড়াতে পারে না। বিপুল সম্ভাবনাময় একটি দেশে এমন দৃষ্টিভঙ্গি ছড়িয়ে দেওয়ার লক্ষে কাজ করতে পেরে আমরা আনন্দিত। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পারলোর বাংলাদেশ পার্টনার মো. সেলিম এফসিএমএ; হাসনাইন তৌফিক আহমেদ এফসিএমএ, এসিসিএ গ্রুপ বিজনেস প্রধান নির্বাহী কর্মকর্তা, রহিমআফরোজ (বাংলাদেশ) লিমিটেড; মোঃ কাউসার আলম এফসিএস, এফসিসিএ, এফসিএমএ, এসিএ, গ্রুপ প্রধান ফাইন্যান্স কর্মকর্তা, সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড; ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিবিএ বিভাগের অধ্যাপক ড. নিখিল চন্দ্র শীল এফসিএমএ; শান্তা অ্যাসেটের ভাইস চেয়ারম্যান আরিফ খান সিএমএ, এফসিএমএ; লিভারঅ্যানগিয়ার লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এফসিএমএ ও বাটা বাংলাদেশের ফাইন্যান্স পরিচালক ইলিয়াস আহমেদ এফসিএমএ, সাইফুর রহমান এফসিএমএ সিজিএমএ, প্রধান ফাইন্যান্স কর্মকর্তা, টোটাল বাংলাদেশ সহ আরো অনেকে। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |