ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ নভেম্বর ২০২৪ ১৮ কার্তিক ১৪৩১
সোনারগাঁওয়ে ভোক্তা অধিকারের অভিযানে অর্ধলক্ষ টাকা জরিমানা
তৌরব হোসেন,সোনারগাঁ
প্রকাশ: Tuesday, 22 October, 2024, 6:46 PM

সোনারগাঁওয়ে ভোক্তা অধিকারের অভিযানে অর্ধলক্ষ টাকা জরিমানা

সোনারগাঁওয়ে ভোক্তা অধিকারের অভিযানে অর্ধলক্ষ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন কাঁচাবাজারে অভিযান চালিয়ে ৯টি দোকানকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের নারায়ণগঞ্জ শাখার 'বিশেষ টাস্কফোর্স'।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদের নেতৃত্বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে সোনারগাঁ, বন্দর, নারায়ণগঞ্জ সদর, কাঁচপুর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গঠিত 'বিশেষ টাস্কফোর্স' নারায়ণগঞ্জ জেলা কর্তৃক অভিযানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে বিভিন্ন বাজার তদারকি করে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় করা ও ক্রয় ভাউচার সংরক্ষণ না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় আক্তার স্টোরকে ৫ হাজার টাকা ও সাজু স্টোরকে ৪ হাজার টাকা এবং কাঁচপুর কাঁচা বাজারে একই অপরাধে ভাই ভাই এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা ও ফয়সাল স্টোরকে ২ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।

অপরদিকে, বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত অভিযানে বাসি গ্রিল বিক্রয় ও সংরক্ষণের দায়ে এবং অস্বাস্থ্যকর উপায়ে ফ্রিজে খাবার সংরক্ষণের দায়ে ভোজন বিলাস রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।

এছাড়া নারায়ণগঞ্জ সদর উপজেলার ভূঁইঘর বাজারে তিন ভাই স্টোরকে ৩ হাজার টাকা, শরীয়তপুর স্টোরকে ২ হাজার টাকা, আশিক স্টোরকে ২ হাজার টাকা, শাহ আলম স্টোরকে ২ হাজার টাকা এবং বিসমিল্লাহ খাসির মাংস দোকানকে ২ হাজার টাকাসহ সর্বমোট ১০টি প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন বিশেষ টাস্ক ফোর্স কমিটির সদস্য সচিব জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ সহকারী পরিচালক মো সেলিমুজ্জামান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার প্রতিনিধি ডা. মিতা চক্রবর্তী, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা প্রতিনিধি মো. ছালাউদ্দিন ভূঁইয়া এবং জেলা পুলিশ লাইনের একটি টিম। অভিযান শেষে তারা জনস্বার্থে এই অভিযান অব্যাহত রাখার কথা জানান

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status